ছবি সংগৃহীত
ডেস্ক রিপোর্ট : মোহাম্মদপুর থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে চাঁদাবাজি ও মাদক কারবারসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- সাদিম মৃধা (২৯), আল আমিন (৪০), আকাশ (৩০), লিটন (৩৮), মোকাম্মেল (২২), কাল্লু (৩৫), রুবেল (৩০), আমিন (২৫), রফিক (২১), ইয়ামিন (১৯), আশিকুর (২৩), শাহিদুজ্জামান (৩৫) ও জুবায়ের (২৭)।
সোমবার মোহাম্মদপুরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গ্রেফতারদের মধ্যে মাদক মামলায় ৪ জন, প্রতারণার মামলায় ৩ জন, চাঁদাবাজির মামলায় ১ জন, পরোয়ানাভুক্ত আসামি ৩ জন ও অন্যন্য (না: শি) ২ জন। গ্রেফতার আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।