এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট:বাংলাদেশ জামায়াতে ইসলামী মোরেলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে উপজেলায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সঙ্গে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৫ মার্চ ) বিকেলে মোরেলগঞ্জ আবু হুরায়রা আদর্শ দাখিল মাদ্রাসার মিলনায়তনে উপজেলা জামায়াতে আমীর অধ্যাপক মাওলানা শাহাদাৎ হোসাইন এর সভাপতিত্বে ইফতার মাহফিল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠিানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা শিক্ষা ও গবেষণা বিষায়ক সম্পাদক অধ্যক্ষ মোঃ আব্দুল আলীম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা জামায়তে নায়েবে আমির মাস্টার মনিরুজ্জামান।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা সহকারী সেক্রেটারি অধ্যাক্ষ মাওলানা আব্দুল আলিম হাওলাদার ,মোরেলগঞ্জ পৌর জামায়াতে আমির মোঃ রফিকুল ইসলাম, পৌর সেক্রেটারি মোঃ আল-আমিন, উপজেলা সাংগঠনিক সম্পাদক মহিবুল্লাহ রফিক, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান খান, মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচ. এম. শহিদুল ইসলাম,উপজেলা যুব বিভাগ সভাপতি মোঃ শফিউল আজম,পৌর যুব বিভাগ সভাপতি মোঃ মেহেদী হাসান নিয়াজ, ১৫নং সদর ইউনিয়ন যুব বিভাগ সভাপতি মোঃ নাইম আহমেদ প্রমুখ।