এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার শ্রীধাম লক্ষীখালী গোপাল চাঁদ সাধু ঠাকুরের ১০৩ তম বারুনী স্নানোৎসব ঘিরে মতুয়া ভক্তদের মিলন মেলায় শামিল হলেন জেলা বিএনপি নেতা বাগেরহাট-৪( মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন।
তিন দিনব্যাপী গোপাল চাঁদ এ মেলার ২য় দিনে বারুণী স্নানোৎসবে রাত ৮টায় এ উপলক্ষ্যে মতুয়া ভক্তদের সাথে মতবিনিময় সভায় অতিথি হিসেবে বক্তৃতা করেন বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন। অন্যান্যদের মধ্যে উপজেলা বিএনপির আহব্বায়ক মো. শহিদুল হক বাবুল, শ্রীধাম লক্ষীখালীর গদীনাশিন বাংলাদেশ মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক সাগর সাধু ঠাকুর। ইউনিয়ন বিএনপির সভাপতি মো. কামাল হোসেন খানসহ উপজেলা বিএনপি ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন নের্তৃবৃন্দ। সভা সঞ্চালনা করেন স্বেচ্ছাসেবক দল নেতা সাইফুল ইসলাম বনি।
এসময় জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন বলেন, অসম্প্রদায়িক এ বাংলাদেশে হিন্দু-মুসলিম, জাতি ধর্ম নির্বিশেষে সকল ধর্মীয় উৎসবে একে অপরের পরিপুরক হয়ে এক কাতারে শামিল হয়ে উৎসবমূখর পরিবেশে এ আনন্দকে ভাগ করে নেয়া হয়। জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিনির্মান হবে আগামীর বাংলাদেশ। যেখানে থাকবেনা ভেদাভেদ। তাই সকলে একত্রিত হয়ে এদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। মাতুয়া ভক্তদের উদ্দেশ্যে কাজী শিপন বলেন,সাগর সাধুর পরিবারের সাথে আমার ৪০ বছরের নিবিড় সম্পর্ক,আমরা একই সুতার বন্ধনে আবদ্ব,২০০৭ সালে সাগর আমাকে এই ইউনিয়নে সিডর পরবর্তী মানুষের মাঝে দাড়ানোর সুযোগ করে দিয়েছিল। বিএনপি সাগর সাধুর পাশে ছিল ভবিষ্যতেও থাকবে।
উপজেলা বিএনপির আহবায়ক শহিদুল হক বাবুল, সদস্য সচিব আব্দুল জব্বার মোল্লা, জিউধারা ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল হোসেন,পৌর বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী আসাদুজ্জামান মিলন,উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আফজাল হোসেন জোমাদ্দার,উপজেলা শ্রমিকদল সভাপতি মজনু মোল্লা,পৌর শ্রমিকদল সভাপতি মাসুদ খান চুন্নু,বিএনপি নেতা মাসুম ফকির,উপজেলা মৎসজীবিদল নেতা লাভলু মুন্সি, উপজেলা মহিলাদল নেত্রী সাবিনা ইয়াসমিন টুলু সহ স্থানীয় ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ তার সাথে উপস্থিত ছিলেন।
শ্রীধাম লক্ষীখালীর গদীনশিন সেবাইত সাগর সাধু ঠাকুর জানিয়েছেন, কাজী খায়রুজ্জামান শীপন সবসময়ই তার পরিবারের খোঁজ নিয়েছেন,মেলার আগত ভক্তদের সাথে ভালোবাসার বন্ধনে আবদ্ব হতে ছুটে এসেছেন,কৃতজ্ঞতা তার প্রতি।