সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের আগে কর নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
পোস্টে তিনি জানালেন, কর নিয়ে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করতে চলেছেন তিনি। মোদির সঙ্গে সাক্ষাতের দিনেই হোয়াইট হাউস থেকে এই নির্দেশিকা জারি করা হবে।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে ট্রাম্প লিখেছেন, “তিনটি দারুণ সপ্তাহ কাটল। হয়তো এই তিন সপ্তাহ সর্বকালের সেরা। কিন্তু আজ বড় একটা দিন: পারস্পরিক শুল্ক আরোপ! আমেরিকাকে আবার মহান করে তুলতে হবে।”
পারস্পরিক শুল্ক আরোপের কথা আগেই ঘোষণা করেছিলেন ট্রাম্প। এই শুল্কের অর্থ হল, যে দেশ আমেরিকার পণ্যের উপর শুল্ক আরোপ করবে, সেই দেশের পণ্যের উপরেও পাল্টা কর চাপাবে যুক্তরাষ্ট্র। চলতি সপ্তাহের এই শুল্কের বিস্তারিত নির্দেশিকা জারি করা হবে বলে জানিয়ে রেখেছিলেন ট্রাম্প। তা নিয়েই এবার পোস্ট করলেন।
চলতি বছরের ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসাবে শপথ নিয়েছেন ট্রাম্প। তারপর থেকে একাধিক দেশের উপর শুল্ক আরোপের ঘোষণা করেছেন তিনি। প্রতিবেশী কানাডা এবং মেক্সিকোর উপর ২৫ শতাংশ শুল্ক আরোপের কথা জানিয়েছিলেন ট্রাম্প। ওই দুই দেশের অবৈধ অভিবাসী সংক্রান্ত সমস্যার পাল্টা ব্যবস্থা হিসেবে এই কর আরোপ করেছিলেন তিনি। পরে কানাডা এবং মেক্সিকো জানায়, তারা অভিবাসী সমস্যার সমাধানের চেষ্টা করছে। এরপর শুল্ক আরোপের সিদ্ধান্ত ১ মার্চ পর্যন্ত স্থগিত রেখেছে ওয়াশিংটন।
ট্রাম্পের বাণিজ্যনীতি অনুযায়ী, শুল্ক আরোপের ক্ষেত্রে কোনও দেশকে ছাড় দেওয়া হবে না। তার কথায়, “তারা যদি আমাদের থেকে টাকা নেয়, আমরাও তাদের থেকে টাকা নেব। পাল্টা ব্যবস্থার সময় এসেছে।”
কোন কোন দেশের উপর ট্রাম্প এই কর চাপাবেন, তা এখনও স্পষ্ট নয়। তবে তিনি এর আগে বলেছিলেন, “কাউকে ছাড় দেওয়া হবে না।” ভারতকেও ট্রাম্প প্রশাসনের কোপের মুখে পড়তে হতে পারে বলে মনে করছেন অনেকে। কারণ, এর আগে ভারতের সঙ্গে বাণিজ্য এবং করের পরিমাণ নিয়ে ট্রাম্প অসন্তোষ প্রকাশ করেছিলেন।
চার দিনের বিদেশ সফরে বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন নরেন্দ্র মোদি। ফ্রান্সে দু’দিন কাটানোর পর স্থানীয় সময় বুধবার রাতে ওয়াশিংটনে পৌঁছান মোদি। বৃহস্পতিবার ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসার কথা তার। শুল্ক এবং বাণিজ্য নীতি নিয়ে সেই বৈঠকে আলোচনা হতে পারে। সূত্র: ফ্রান্স২৪, ইন্ডিয়া টুডে, হিন্দুস্তান টাইমস, এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া