ফাইল ছবি
অনলাইন ডেস্ক: ঝালকাঠিতে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও পথচারী নিহত হয়েছেন। শুক্রবার রাত পৌনে ১১টার দিকে জেলার নলছিটি উপজেলার ষাটপাকিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত চালক মাদারীপুরের আল-আমিন সিরাজ (৪৫) ও পথচারী বৃদ্ধ বাড়ইয়ারা গ্রামের মফিজুর রহমান (৮৫)। নিহতদের মরদেহ ঝালকাঠি সদর হাসপাতালে রাখা হয়েছে।
স্থানীয়রা জানান, বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের নলছিটি উপজেলার ষাটপাকিয়া এলাকায় রাতে রাস্তা পারাপারের সময় বৃদ্ধ পথচারী মফিজুর রহমানকে চাপা দেয় মোটরসাইকেল চালক সিরাজ। এতে দুজনেই ঘটনাস্থলে গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সদর থানার ওসি মনিরুজ্জামান জানান, ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ষাটপাকিয়া নামক স্থানে সড়ক দুর্ঘটনায় দুজনকে গুরুতর আহতাবস্থায় সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ সদর হাসপাতালে রয়েছে।