ফাইল ফটো
অনলাইন ডেস্ক : রাজধানীর কলাবাগান থানার হাতিরপুল পুকুরপাড় এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে শাহিন রহমান (৪২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়।
আজ সকালে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত শাহিন রহমান ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার কাউন্দিয়া এলাকার আবেদ আলীর ছেলে। বর্তমানে সে কলাবাগান এলাকায় বসবাস করতো।
কলাবাগান থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. এমরুল কবির জানান, আমরা খবর পেয়ে ভোর ৫টার দিকে কলাবাগান ৩৮০/১ ফ্রি স্কুল স্ট্রিট রোডের পুকুরপাড়ের বাসার সামনে রাস্তার উপর থেকে শাহিন রহমানের মরদেহ উদ্ধার করেছি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি আরও জানান, স্থানীয় লোকজনের মুখে জানতে পেরেছি, নিহত ব্যক্তি মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়।