আপনারা কী খেয়াল করেছেন যে, কেবলমাত্র মৃত্যুই আমাদের মধ্যে সত্যিকারের অনুভূতি জাগিয়ে থাকে? আমাদের বন্ধুরা যারা আমাদেরকে ছেড়ে চলে গেছেন, তাদেরকে আমরা কতই না ভালোবাসি। আমাদের যে সব শিক্ষকরা পৃথিবী ছেড়ে চলে গেছেন, তাদের কত প্রশংসাই না আমরা করে থাকি।
কারো মৃত্যুর পর কত স্বতঃস্ফূর্তভাবেই না তাদের সম্পর্কে আমাদের মুখ হতে প্রশংসা নিঃসৃত হয়। অথচ এই প্রশংসাই হয়তো সারাজীবন তারা আমাদের কাছ থেকে আশা করেছিলেন। কিন্তু আপনারা কী জানেন মৃতদের প্রতি সবসময়ই বেশি অনুরক্ত ও উদার হই কেন আমরা? কারণটা খুবই সরল। তাদের প্রতি আমাদের কোনো দায়িত্ব বা বাধ্য-বাধকতা নেই।