ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার চাঞ্চল্যকর সবজি ব্যবসায়ী নাজমুল ইসলাম হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. মিলন সরকারকে (৪২) গ্রেফতার করেছে র্যাব।
রাজধানীর কলাবাগানের গ্রীনরোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতারর করা হয়। রবিবার (১০ আগস্ট) র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি খান আসিফ তপু বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আসামি মো. মিলন সরকারের বাবা মো. নজরুল ইসলাম সরকার। ২০১৭ সালের ১১ আগস্ট নাজমুল ইসলাম ঢাকা থেকে সবজি বিক্রি শেষে বাড়ি ফেরার পথে গাজীপুরের চন্দ্রা এলাকা থেকে অপহৃত হন। অপহরণকারীরা তার পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না পেয়ে তারা নাজমুলকে হত্যা করে সিরাজগঞ্জের সলঙ্গা এলাকায় ফেলে যায়।
তিনি আরও জানান, পরে ভিকটিমের বাবা বাদী হয়ে সলঙ্গা থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে আদালত মো. মিলন সরকারকে মৃত্যুদণ্ড প্রদান করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। রায় ঘোষণার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।