মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আরেক দফা নীতি সুদহার বাড়াল বাংলাদেশ ব্যাংক। বাজারে অর্থ প্রবাহ নিয়ন্ত্রণে রাখতে এখন থেকে নীতি সুদহার নির্ধারিত হবে ৬ শতাংশ। এতদিন যা ছিল ৫ দশমিক ৭৫ শতাংশ। একইসঙ্গে আমানতের সুদ হারের সীমা প্রত্যাহার আর ব্যাংকগুলো ঋণের সুদ হার সর্বোচ্চ ১২ শতাংশ নিতে পারবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
চলতি ২০২২-২৩ অর্থবছরের জন্য দ্বিতীয়ার্ধ অর্থাৎ জানুয়ারি-জুন পর্যন্ত ঘোষিত মুদ্রানীতিতে এতথ্য জানানো হয়। ঢাকার মতিঝিলে রবিবার দুপুরে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে মুদ্রানীতি ঘোষণা করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার।
সূএ: ঢাকাটাইমস