ফাইল ছবি
ডেস্ক রিপোর্ট : শাহজাহানপুর থানার শান্তিবাগ এলাকায় দোকানে ঢুকে দুর্বৃত্তরা রুহুল আমিন (৫৫) নামে এক মুদি দোকানিকে কুপিয়ে গুরুতর আহত করেছে। তার দুই হাতের রগ কর্তনসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করা হয়েছে বলে জানিয়েছেন স্বজনরা।
আহত দোকানির শ্যালক আমানউল্লাহ জানিয়েছেন, শান্তিবাগ পানির পাম্প সংলগ্ন বাসার নিচ তলায় তার ব্যবসা প্রতিষ্ঠান। তিনি রবিবার সকাল ৬ দিকে দোকান খোলার পর পর দুর্বৃত্তরা তার দোকানে এসে তাকে জিম্মি করে তার চোখ বেঁধে ধারালো ছুরি দিয়ে ভিকটিমের দুই হাতের রগ কেটে দেয় এবং পায়ে ও বুকেসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত গুরুতর জখম করে।
তিনি বলেন, আমরা সংবাদ পেয়ে সেখান থেকে তাকে রক্তাক্ত অবস্থায় থেকে উদ্ধার করে সকাল ৮টার দিকে ঢামেক হাসপাতালে নিয়ে আসি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আহত ব্যক্তি জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থা গুরুতর।
ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মৃত আব্দুর রহমানের ছেলে রুহুল আমিন। বর্তমানে শান্তিবাগ পানির পাম্প সংলগ্ন একটি পাঁচ তলা ভবনে থাকেন। ওই ভবনের নিচ তলায় তার মুদি দোকানের ব্যবসা প্রতিষ্ঠান।