শাহনাজ পারভীন মিতা:
সমুদ্রজল মেঘ হয়ে ভাসে
আকাশের স্তরে স্তরে স্বপ্ন ডানায় হাসে,
মেয়ে তুমি কি মেঘ হতে চাও!
দূর আকাশে মুক্তির নিশান ওড়াও,
যেখানে মেঘেদের গান সমুদ্রজলে
জলের প্লাবন মুক্তির স্বপ্ন অতলে ।
পৃথিবীর বুকে বৃষ্টির ধারায় এসো
গ্লানির ধরণীতে রক্তের দাগে মিশো,
শব্দের ঝরা পাতার বর্ণীল সুখে
এসো তুমি মেয়ে ,দূর করে জীবন অসুখে।
ফসলে ফসলে ভরে যাক সবুজ প্রান্তর
মানুষের বুকে জাগুক প্রেম ,মুছে যাক মতান্তর,
ঊষর জমিন মানুষের মনের গহ্বরে
ফসল ফলাও সেই মরুময় অন্তরে ।
মেয়ে মেঘেদের দেশে উড়ো অঝর প্লাবনে
বৃষ্টি হয়ে ঝরো অবিরাম ঊষর ভুবনে!
Facebook Comments Box