ফাইল ছবি
অনলাইন ডেস্ক : রাজধানীর মিরপুর সাড়ে ১১ এলাকায় স্বপ্ন সুপার শপের জেনারেটরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, আড ) দুপুর ১টা ১২ মিনিটের দিকে মিরপুর সাড়ে ১১ এলাকায় একটি ছয়তলা ভবনের নিচতলায় স্বপ্ন সুপার শপে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।