করোনা মহামারি বাংলাদেশে ছড়িয়ে পরার পর থেকেই গ্যালারিতে দর্শকের প্রবেশাধিকারে আনা হয় নানা বিধি-নিষেধ। তবে বৃহস্পতিবার থেকে মিরপুরে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ বনাম আফগানিস্তানের মধ্যকার দুই ম্যাচের দ্বি-পাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজ দিয়ে আবারো গ্যালারিতে ধারণ ক্ষমতার শতভাগ দর্শক মাঠে গিয়ে খেলা দেখার সুযোগ পাবে। প্রথম আলো
বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ বলেন,‘টি-টোয়েন্টি সিরিজে আমরা মাঠের সব গ্যালারিই উন্মুক্ত করে দিচ্ছি। দর্শকদের আমন্ত্রণ জানাচ্ছি আমরা।’
অনলাইনে বিক্রি হবে না কোন টিকিট। ২-৫ মার্চ সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে খেলার টিকিট পাওয়া যাবে।তানভীর আরো বলেন, যে সময়ে এসে দর্শক প্রবেশের অনুমতির সিদ্ধান্ত হয়েছে, সে সময়ে কোনো অনলাইন প্ল্যাটফর্ম প্রস্তুত করা যায়নি।