এএফপির সাংবাদিকদের বর্ণনা অনুযায়ী, মিয়ানমারের রাজধানী নেপিডোতে ভূমিকম্পের সময় বিভিন্ন ভবনের ছাদ থেকে অংশবিশেষ খসে পড়েছে। নেপিডো শহরে ২০ লেন পর্যন্ত প্রশস্ত রাস্তা আছে। এএফপির সাংবাদিকেরা বলেছেন, ভূমিকম্পের কারণে শহরের বিভিন্ন সড়কে ফাটল তৈরি হয়েছে। ভূমিকম্পের সময় এএফপির সাংবাদিকদের একটি দল নেপিডোর জাতীয় জাদুঘরে অবস্থান করছিল। তাঁরা বলেছেন, ভূমিকম্পের সময় ভবনের ছাদ থেকে অংশবিশেষ ভেঙে পড়ে এবং দেয়ালে ফাটল দেখা দেয়। ভবনে অবস্থানকারী কর্মীরা দৌড়ে বের হয়ে যান। তাঁদের কেউ কেউ কাঁপছিলেন, তাঁদের কারও কারও চোখে ছিল পানি। কেউ কেউ সেলফোন হাতে নিয়ে প্রিয়জনদের খোঁজ নেওয়ার চেষ্টা করছিলেন। প্রায় আধা মিনিট ধরে কম্পন চলেছে।
ভূমিকম্পের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের সময় প্রতিবেশী দেশ থাইল্যান্ডের বিভিন্ন শহরের বাসিন্দাদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। চিয়াং মাইয়ের বাসিন্দা ৭৬ বছর বয়সী সাই ভূমিকম্পের সময় একটি দোকানে কাজ করছিলেন। তিনি বলেন, ‘আমি দ্রুত অন্য গ্রাহকদের সঙ্গে দোকান থেকে বের হয়ে গেছি। এটা আমার জীবনে দেখা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।
থাই প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা আজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে লিখেছেন, তিনি ভূমিকম্পের পর ‘জরুরি বৈঠক’ করতে দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ফুকেটে তাঁর নির্ধারিত সরকারি সফর স্থগিত করেছেন। বেইজিংয়ের ভূমিকম্পবিষয়ক সংস্থা বলছে, চীনের দক্ষিণ-পশ্চিম ইউনান প্রদেশেও কম্পন অনুভূত হয়েছে। এ কম্পনের তীব্রতা ছিল ৭ দশমিক ৯।
ইউএসজিএসের তথ্য অনুসারে, মিয়ানমারে ভূমিকম্প প্রায়ই ঘটে থাকে। সেখানে ১৯৩০ থেকে ১৯৫৬ সালের মধ্যে সাগাইং ফল্ট বা চ্যুতির কাছে ৭ বা তার বেশি তীব্রতার ছয়টি শক্তিশালী ভূমিকম্প হয়েছে।