রুখসানা রিমি :
কেউ ফুল তুলে পায়ের নিচে ফেললে
আমি কষ্ট পাই, ভীষণ রেগে যাই।
কেউ নদীর গতিপথ আটকালে
মন ক্ষুব্ধ হয়, প্রতিবাদী হয়ে উঠি।
কেউ নয় ছয় করে সুখ কিনতে চাইলে
তীব্র জিঘাংসায় মন ক্ষিপ্র হয়ে ওঠে।
কেউ চাঁদকে ফেলে ছায়াকে বন্ধু বানালে
ঘৃণায় মুখ ফিরিয়ে নিতে মন চায়।
কেউ ভুল বুঝে দূরে সরে যেতে চাইলে
মনটা অনেক কঠোর জেদি হয়ে যায়!
আমিতো আমারই মাঝে ডুবে থাকি
স্বপ্নে সৌন্দর্য খুঁজে প্রশান্তি পাই….
এতেই তোমরা যদি আমাকে স্বার্থপর
বলো, বলতে পারো। বলতে পারো
আমি রাগী, জেদি, কঠোর, ঈর্ষাপরায়ণ
প্রতিবাদী কিংবা অহংকারী। কিন্তু….
তোমরা আমায় কেউ মিথ্যুক বলো না
মিথ্যা ঠোঁটের বন্ধু হতে পারে না।
Facebook Comments Box