মিটফোর্ডে হত্যার শিকার সোহাগের পরিবারের পাশে বিএনপি

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : মিটফোর্ড হাসপাতালের সামনে পৈশাচিকভাবে হত্যার শিকার  ভাঙারি পণ্যের ব্যবসায়ী লালচাঁদ সোহাগের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে বিএনপি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলটির ভাইস চেয়ারম্যান আলহাজ নুরুল ইসলাম মনি এ সহায়তা প্রদান করেন।

 

রোববার (১৩ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে সোহাগের পৈতৃক বাড়ি পাথারঘাটার কাকচিড়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানে এ সহায়তা প্রদান করা হয়। এ সময় বরগুনা জেলা ও উপজেলা বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সহায়তা প্রদানের সময় নিহত সোহাগের স্ত্রী লাকি বেগম এবং ছেলে-মেয়ে উপস্থিত ছিলেন।

 

উপস্থিত বিএনপি নেতাকর্মীদের কাছে হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবি জানিয়ে সোহাগের স্ত্রী লাকি বেগম বলেন, একটা মানুষকে কী নির্মমভাবে হত্যা করা হয়েছে আপনারা তা দেখেছেন। আমার মত আর কোনো স্ত্রী এভাবে যেন স্বামীহারা না হয়। আমার ছেলে-মেয়ে আজ বাবাহারা হয়েছে। আমি আমার স্বামী হত্যার বিচার চাই।

 

সহায়তা প্রদানের সময় নুরুল ইসলাম মনি বলেন, ঢাকায় নির্মমভাবে বরগুনার কাচিড়ার ছেলে সোহাগকে হত্যা করা হয়েছে। ঘটনাটি দেখে তারেক রহমানের চোখ থেকে পানি ঝরেছে। তার নির্দেশনা অনুযায়ী সকল প্রকার সহায়তা দিয়ে পরিবারটির পাশে থাকবে বিএনপি। তবে সোহাগ হত্যাকাণ্ডের ঘটনাটি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল এখন পানি ঘোলা করার চেষ্টা করছে। ঘটনাটি অনেকে বিভিন্নভাবে উপস্থাপন করে ফেসবুক ইউটিউবে প্রচারও করছেন। কিন্তু এতে লাভ হবে না।

 

তিনি বলেন, আমরা সকল হত্যাকাণ্ডকেই ঘৃণা করি। যদি বিএনপি ও এর অঙ্গসংগঠনের কোনো নেতাকর্মী এমন কোনো অপকর্ম করে, তাহলেও আমরা তারও ফাঁসি চাই। এছাড়াও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দেওয়ার পাশাপাশি সকল প্রকার সহায়তা দিয়ে ভুক্তভোগী সোহাগের পরিবারের পাশে থাকার ঘোষণা দেন এই বিএনপি নেতা।

 

উল্লেখ্য, প্রতি মাসে দুই লাখ টাকা চাঁদা দাবিকে কেন্দ্র করে অভিযুক্তদের সঙ্গে দ্বন্দ্ব শুরু হয় সোহাগের। পরে ওই চাঁদার টাকা দিতে রাজি না হওয়ায় সোহাগের ব্যবসা প্রতিষ্ঠান তালাবদ্ধ করেন অভিযুক্তরা। এরপর গত বুধবার বিকেলে বাসা থেকে ডেকে নিয়ে চাঁদার দাবিতে সোহাগকে আটকে রেখে দফায় দফায় চাপ প্রয়োগ করা হয়। এতেও চাঁদা দিতে অস্বীকৃতি জানালে জনসম্মুখে সোহাগকে নির্মমভাবে পাথর মেরে হত্যা করা হয়।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» মিটফোর্ডে হত্যার শিকার সোহাগের পরিবারের পাশে বিএনপি

» সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীদের মিছিল

» জরুরি অবস্থা যেন রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না হয় : এনসিপি

» বিএনপির বিরুদ্ধে অপপ্রচার পরিকল্পিত চক্রান্ত : মির্জা ফখরুল

» কোনো ব্যক্তি বা দলের চরিত্রহনন অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়

» সোমবার বিকেল থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাবি স্টেশন

» সোহাগ হত্যাকাণ্ডের সময় ওখানে কোনো আনসার সদস্য কর্তব্যরত ছিলেন না: ডিজি

» বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলে ইলিশের সুবাস: এক ট্রলারে ৬৫ মণ মাছ, বিক্রি ৩৯ লাখ ৬০ হাজার টাকা

» শরণখোলায় বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

» তরুণ প্রজন্ম কোন নির্বাচনী ভাগ বাটোয়ারায় বিশ্বাস করে না ……….নাহিদ ইসলাম

  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মিটফোর্ডে হত্যার শিকার সোহাগের পরিবারের পাশে বিএনপি

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : মিটফোর্ড হাসপাতালের সামনে পৈশাচিকভাবে হত্যার শিকার  ভাঙারি পণ্যের ব্যবসায়ী লালচাঁদ সোহাগের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে বিএনপি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলটির ভাইস চেয়ারম্যান আলহাজ নুরুল ইসলাম মনি এ সহায়তা প্রদান করেন।

 

রোববার (১৩ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে সোহাগের পৈতৃক বাড়ি পাথারঘাটার কাকচিড়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানে এ সহায়তা প্রদান করা হয়। এ সময় বরগুনা জেলা ও উপজেলা বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সহায়তা প্রদানের সময় নিহত সোহাগের স্ত্রী লাকি বেগম এবং ছেলে-মেয়ে উপস্থিত ছিলেন।

 

উপস্থিত বিএনপি নেতাকর্মীদের কাছে হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবি জানিয়ে সোহাগের স্ত্রী লাকি বেগম বলেন, একটা মানুষকে কী নির্মমভাবে হত্যা করা হয়েছে আপনারা তা দেখেছেন। আমার মত আর কোনো স্ত্রী এভাবে যেন স্বামীহারা না হয়। আমার ছেলে-মেয়ে আজ বাবাহারা হয়েছে। আমি আমার স্বামী হত্যার বিচার চাই।

 

সহায়তা প্রদানের সময় নুরুল ইসলাম মনি বলেন, ঢাকায় নির্মমভাবে বরগুনার কাচিড়ার ছেলে সোহাগকে হত্যা করা হয়েছে। ঘটনাটি দেখে তারেক রহমানের চোখ থেকে পানি ঝরেছে। তার নির্দেশনা অনুযায়ী সকল প্রকার সহায়তা দিয়ে পরিবারটির পাশে থাকবে বিএনপি। তবে সোহাগ হত্যাকাণ্ডের ঘটনাটি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল এখন পানি ঘোলা করার চেষ্টা করছে। ঘটনাটি অনেকে বিভিন্নভাবে উপস্থাপন করে ফেসবুক ইউটিউবে প্রচারও করছেন। কিন্তু এতে লাভ হবে না।

 

তিনি বলেন, আমরা সকল হত্যাকাণ্ডকেই ঘৃণা করি। যদি বিএনপি ও এর অঙ্গসংগঠনের কোনো নেতাকর্মী এমন কোনো অপকর্ম করে, তাহলেও আমরা তারও ফাঁসি চাই। এছাড়াও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দেওয়ার পাশাপাশি সকল প্রকার সহায়তা দিয়ে ভুক্তভোগী সোহাগের পরিবারের পাশে থাকার ঘোষণা দেন এই বিএনপি নেতা।

 

উল্লেখ্য, প্রতি মাসে দুই লাখ টাকা চাঁদা দাবিকে কেন্দ্র করে অভিযুক্তদের সঙ্গে দ্বন্দ্ব শুরু হয় সোহাগের। পরে ওই চাঁদার টাকা দিতে রাজি না হওয়ায় সোহাগের ব্যবসা প্রতিষ্ঠান তালাবদ্ধ করেন অভিযুক্তরা। এরপর গত বুধবার বিকেলে বাসা থেকে ডেকে নিয়ে চাঁদার দাবিতে সোহাগকে আটকে রেখে দফায় দফায় চাপ প্রয়োগ করা হয়। এতেও চাঁদা দিতে অস্বীকৃতি জানালে জনসম্মুখে সোহাগকে নির্মমভাবে পাথর মেরে হত্যা করা হয়।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com