মুরগির মাংস থাকলেই খুব সহজে তৈরি করা যায়।
যা যা প্রয়োজন:
মুরগির মাংস (বোনলেস)- হাফ কেজি
. টক দই- হাফ কাপ
. আদা-রসুন বাটা- ২ চা চামচ
. মরিচের গুড়ো- ১ চা চামচ
. ধনে গুঁড়ো- ১ টেবিল চামচ
. জিরে গুঁড়ো- ১ টেবিল চামচ
. কাজু বাদাম বাটা- দেড় চা চামচ
. লেবুর রস- ২ চা চামচ
. মিল্ক ক্রিম -২ চা চামচ
. মাখন- ১ চামচ
. লবন- স্বাদ মতো
যেভাবে তৈরি করবেন
প্রথমে একটি পাত্রে মুরগির মাংস টুকরো করে নিয়ে সব মশলা এবং দই মেখে নিতে হবে। এখন মাংসের পাত্রটি এক ঘণ্টার জন্য ফ্রিজে ঢুকিয়ে রাখুন। এবার মাংস বার করে কাঠিতে গেঁথে গ্যাস জ্বালিয়ে ৭-৮ মিনিট ভালো করে সেঁকে নিতে হবে। মাংস সেঁকা হয়ে গেলে ভাল ভাবে মাখন মেখে গরম গরম পরিবেশন করুন মজাদার মালাই কাবাব।