ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : মালয়েশিয়া আন্তর্জাতিক হালাল শোকেসের ২১তম আসরে অংশগ্রহণ করেছে বাংলাদেশ। রপ্তানি উন্নয়ন ব্যুরো, বাংলাদেশ এর উদ্যোগ ও ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুরের সমন্বয়ে মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ট্রেড ট্রেড এন্ড এক্সিবিশন সেন্টারে ১৭-২০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত চার দিনব্যাপী আয়োজিত এই মেলায় বাংলাদেশের ৮ টি শিল্প প্রতিষ্ঠান ও বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিস অংশগ্রহণ করেছে।
খাদ্য ও পানীয়, চামড়া ও চামড়াজাত পণ্য, ঔষধ, গৃহস্থালি ও ব্যক্তিগত যত্ন, প্রসাধন সামগ্রী এবং তৈরি পোশাক এসব ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে গ্লোবাল ক্যাপসুলস লিমিটেড, গোল্ডেন প্লাস ফুড এন্ড বেভারেজ লিমিটেড, এপেক্স কনভিনিয়েন্স ফুডস লিমিটেড, কে.এম.আর ক্রাফ্ট, রিমার্ক এইচবি লিমিটেড, নিজজিল্যান্ড ডেইরি প্রোডাক্টস বাংলাদেশ লিমিটেড, এমএনএল ডিজাইনার জোন, গর্জিয়াস উইথ ট্রেন্ড, নওরিস ফুডস লিমিটেড এ মেলায় অংশগ্রহণ করে।
মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহকে নেটওয়ার্কিং, বিজনেস ম্যাচমেকিংসহ সার্বিক সহযোগিতা প্রদান করছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন করেন বেবী রাণী কর্মকার, মহাপরিচালক-১, রপ্তানি উন্নয়ন ব্যুরো ও বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার মোসাম্মাত শাহানারা মনিকা।
এসময় বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ এর যুগ্মসচিব মুহাম্মদ রেহান উদ্দিন, মালয়েশিয়া এক্সটারনাল ট্রেড ডেভেলপমেন্ট করপোরেশন (মেট্রেড) এর সিনির পরিচালক এস. জয়শংকর, ইভেন্ট প্রতিষ্ঠান QUBE INTEGRATED MALAYSIA এর পরিচালক (বিজনেস ইভেন্টস) ইউনিস লতিফ, বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিস এর প্রেসিডেন্ট সাব্বির এ খানসহ চেম্বারের অন্যান্য ব্যবসায়ী প্রতিনিধিবর্গ ও মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ষ্ঠানসমূহের প্রতিনিধিগণ, বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (বাণিজ্যিক) প্রণব কুমার ঘোষসহ হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী ও প্রবাসী বাংলাদেশী মিডিয়া প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। পরবর্তীতে অতিথিবৃন্দ মেলা ও বাংলাদেশি স্টল পরিদর্শন করেন এবং বাংলাদেশী ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে মালয়েশিয়ায় তাদের পণ্যের বাজার সম্প্রসারণে বিভিন্ন পরামর্শ দেন এবং বাংলাদেশ সরকারের পক্ষ হতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
সূএ; বাংলাদেশ প্রতিদিন