ছবি সংগৃহীত
মালয়েশিয়ায় পৌঁছেছেন ১৯ বাংলাদেশি কর্মী। বুধবার রাত ২টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে আসা এয়ার এশিয়ার একটি ফ্লাইটে তারা বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় দেশটিতে পৌঁছান। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে নিয়োগকর্তার প্রতিনিধিরা তাদের গ্রহণ করেন।
সকাল থেকে মালয়েশিয়ার নিয়োগকর্তা এভারলেনটেন এসডিএন বিএইচডির এইচআর কর্মকর্তা সেলি ও অপারেশন হেড মিস ওয়া ১৯ বাংলাদেশি কর্মীকে গ্রহণ করেন। এ সময় কর্মীদের কাছে জানতে চাওয়া হয় রিক্রুটিং এজেন্সি তাদের কাছ থেকে কোনো টাকা নিয়েছে কিনা, তখন তারা একবাক্যে বলেছেন, তাদের কাছ থেকে কোনো টাকা নেওয়া হয়নি। এবার তারা মালয়েশিয়া এসেছেন বিনা খরচে।
এর আগে বুধবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় রিক্রুটিং এজেন্সির জেনারেল ম্যানেজার নজরুল ইসলাম জানিয়েছেন, এই কর্মীদের পুনরায় ভিসা প্রসেসিং, মেডিকেল থেকে শুরু করে উড়জাহাজের টিকিট কেনা পর্যন্ত যাবতীয় খরচ বহন করেছে রিক্রুটিং এজেন্সি। কর্মীদের থেকে কোনো অর্থ নেওয়া হয়নি এবং কর্মীদেরও কোনো অর্থ খরচ করতে হয়নি।
তিনি জানান, এই ১৯ কর্মীর মালয়েশিয়া থেকে ফেরত আশা অপ্রত্যাশিত এবং এটি একটি অঘটন। গত ১৫ ফেব্রুয়ারি গ্রিনল্যান্ড ওভারসিজ লিমিটেড ঢাকা থেকে এয়ার এশিয়ার একটি ফ্লাইটে মালয়েশিয়ার এভারলেনটেন এসডিএন বিএইচডি কোম্পানিতে ২৯ বাংলাদেশি কর্মী পাঠায়।
এ সময় কোম্পানি থেকে কর্মীদের গ্রহণ করতে গেলে মালয়েশিয়ার এয়ারপোর্ট ইমিগ্রেশন বিভাগ ১০ কর্মীকে দেশটিতে প্রবেশের অনুমতি দেয়। তবে বাকি ১৯ জনের ইমিগেশন ডাটা সঠিক না থাকায় ১৭ ফেব্রুয়ারি তাদের বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। সূএ: জাগোনিউজ২৪.কম