সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক: মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের উইস্মা এমসিএ হলে গত ৮ ডিসেম্বর রবিবার বিকেল থেকে জড়ো হতে থাকে নানান শ্রেণি পেশার নারী-পুরুষ মিলে অসংখ্য প্রবাসী বাংলাদেশি। সবার প্রত্যাশা একটাই, ঢালিউড কিং শাকিব খানকে এক নজর কাছ থেকে দেখা। কি এমন অনুষ্ঠান যে, তাকে দেখতে এত ভিড়! কোন সিনেমার প্রিমিয়ার শো? নাকি কোন নতুন সিনেমার মহরত?
এদিন কুয়ালালামপুরের উইসমা এমসিএ’র হলরুমে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো রিয়েল হিরোস অ্যাওয়ার্ড ২০২৪ এর সিজন থ্রী। রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’র মালয়েশিয়ায় প্রথম অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক উৎসাহ- উদ্দীপনা লক্ষ্য করা গেছে। দুপুরের পর থেকেই মালয়েশিয়ার বিভিন্ন প্রান্ত হতে আসতে শুরু করেন প্রবাসীরা।
মূলত প্রবাসীদের বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রেরণে উদ্ভুদ্ধ করতে এমন আয়োজন। অনুষ্ঠানে মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসীদের মধ্য থেকে বেশ কয়েকজনকে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননাও দেওয়া হয়। সবার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে ঢালিউড কিং শাকিব খান। অনুষ্ঠানের আয়োজক ছিলো রিয়েল হিরোস এক্সপো অ্যান্ড কমিউনিকেশন ও গ্রুস ইভেন্ট।
রবিবার ছুটির দিন থাকায় প্রচুর প্রবাসীর ভিড় ছিল লক্ষণীয়। অনুষ্ঠানে নেচে সবারর মন কাঁড়েন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি, এছাড়া ক্লোজ আপ-ওয়ান তারকা পুলক অধিকারির একের পর এক গানে মুগ্ধ হন এমসিএর হাজার চারেক প্রবাসী। গান পরিবেশন করেন উদীয়মান শিল্পী কাজল আরিফ ও আসিয়া ইসলাম দোলাও। তবে মডেল ও অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান ও মিম চৌধুরি’র দলীয় নৃত্য দর্শক হৃদয়ে দোলা দেয়। বিদেশের মাটিতে এমন ফ্রি প্রবেশ অনুষ্ঠান আয়োজনের প্রশংসা করেন প্রবাসীরা।
সূএ:বাংলাদেশ প্রতিদিন