সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহতদের আশু সুস্থতা কামনায় কুয়ালালামপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বাদ আসর কুয়ালালামপুর মসজিদ আল বোখারীতে দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসবক দল, মালয়েশিয়া আয়োজিত এ মাহফিলে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ মসজিদের সাধারণ মুসল্লিরা অংশ নেন।
দোয়া মাহফিলে মালয়েশিয়া বিএনপির সহ-সভাপতি তালহা মাহমুদ, সহ-সভাপতি ডক্টর এস এম রহমান তনু, স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া শাখার সাধারণ সম্পাদক এস এম বশির আলম, সাংগঠনিক সম্পাদক শামসুল আলম হেলাল শিকদার, সহ-সাধারণ সম্পাদক তারেক সালাম, সহ-সংগঠনিক সম্পাদক আল ইমরান, দপ্তর সম্পাদক মোশাররফ হোসেন (হৃদয়), সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আখতারুজ্জামান, স্বেচ্ছাসেবক দল কুয়ালালামপুর মহানগর শাখার সভাপতি এম এম মোজাম্মেল হক প্রধান, সহ-সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, সহ-সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, সহ-সাধারণ সম্পাদক আলিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহিম, ইকবাল হোসেন, পলাশ তালুকদার, মনির হোসেন, মো. আনোয়ার হোসেন, বেলায়েত হোসেন, মোঃ হাসান এবং আখি আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
অন্যান্য নেতৃবৃন্দের মাঝে আরো উপস্থিত ছিলেন, বিএনপি মালয়েশিয়া শাখার অর্থ বিষয়ক সম্পাদক এম এ কালাম, জাসাস মালয়েশিয়া শাখার আহ্বায়ক শেখ আসাদুজ্জামান মাসুম, যুবদল মালয়েশিয়া শাখার সহ-সাধারণ সম্পাদক রমজান আলী, সহ-সাংগঠনিক সম্পাদক হাসিবুল হোসেন শান্ত, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার শাহজালাল, যুবনেতা ইসমাইল হোসেন আকন্দসহ আরো অনেক নেতৃবৃন্দ।
পবিত্র কুরআন থেকে তেলাওয়াত দুরুদ পাঠ শেষে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সব শহীদদের এবং সম্প্রতি মৃত্যুবরণকারী বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কুয়ালালামপুর মহানগর শাখার সহ-সাধারণ সম্পাদক, আলিম উল্লাহ’র মাতা মরহুমা বিবি ফাতিমা বেগমের আত্মার মাগফিরাত ও জুলাই আন্দোলনে আহত সবার জন্য দোয়া ও মোনাজাত করা হয়। সূএ: বাংলাদেশ প্রতিদিন