মালয়েশিয়ায় আন্তর্জাতিক মেশিনারি মেলায় অংশ নিল বাংলাদেশ

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত ৩৬তম মালয়েশিয়া আন্তর্জাতিক মেশিনারি মেলায় অংশগ্রহণ করেছে বাংলাদেশ। ১০ থেকে ১২ জুলাই ২০২৫ পর্যন্ত মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড এক্সিবিশন সেন্টারে আয়োজিত এ মেলায় ১০টি দেশের ৪৫০টির বেশি প্রতিষ্ঠান ৭৫৩টি স্টলে অংশ নেয়।

 

অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে চীন, কোরিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ভারত, জাপান, ইরান এবং বাংলাদেশ। এই মেলার আয়োজন করে মালয়েশিয়া প্রোমাস ইন্টারন্যাশনাল বিজনেস সোসাইটি এবং ইএস ইভেন্ট ম্যানেজমেন্ট।

১১ জুলাই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মালয়েশিয়ার প্লান্টেশন ও কমোডিটিস মন্ত্রী ওয়াইবি দাতুক সেরি জোহারি বিন আবদুল গনি।

 

বিশেষ সম্মাননা বাংলাদেশকে

মেলার শেষ দিন শনিবার (১২ জুলাই), বাংলাদেশ হাইকমিশনার মো. শামীম আহসান আয়োজকদের আমন্ত্রণে বিজনেস ম্যাচমেকিং অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন। সেখানে তিনি বাংলাদেশের সম্ভাবনাময় বাণিজ্য ও বিনিয়োগের দিক তুলে ধরেন এবং উপস্থিত ব্যবসায়ী সংগঠন ও উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুয়াংডং ফুড অ্যান্ড প্যাকেজিং মেশিনারি ট্রেডস অ্যাসোসিয়েশন, পেনাং ইমপোর্টার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, তেওচিউ মার্চেন্টস অ্যাসোসিয়েশন (পেনাং), পেনাং এলিট ওমেনপ্রেনার্স অ্যাসোসিয়েশন এবং দেওয়ান পারনিয়াগান উসাহাওয়ান মালয়েশিয়ার প্রতিনিধিরা।

 

বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণের স্বীকৃতিস্বরূপ হাইকমিশনকে একটি বিশেষ সম্মাননা প্রদান করা হয়, যা গ্রহণ করেন হাইকমিশনার মো. শামীম আহসান।

বাংলাদেশি স্টলে দর্শনার্থীদের ভিড়

পরবর্তীতে হাইকমিশনারসহ অতিথিরা বাংলাদেশের দুটি স্টল পরিদর্শন করেন এবং হাইকমিশনের স্টলে আগত ব্যবসায়ী ও দর্শনার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। স্টলে প্রদর্শিত পণ্যের মধ্যে ছিল প্রাণ-আরএফএল গ্রুপের প্লাস্টিক পণ্য, দুরন্ত বাইসাইকেল, ট্রাভেলো লাগেজ, গুডলাক স্টেশনারি, উইনার ক্লোথিং এবং ভিশন ইলেকট্রনিক্সের সামগ্রী।

 

এছাড়াও প্রদর্শিত হয় চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য, হস্তশিল্প, লাইট ইঞ্জিনিয়ারিং, প্যাকেজিং শিল্পসহ ব্যবসা-বিনিয়োগ ও পর্যটন বিষয়ক প্রকাশনা ও প্রামাণ্যচিত্র। হাইকমিশনার জানান, আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের রপ্তানিযোগ্য পণ্যের নতুন বাজার তৈরির সুযোগ সৃষ্টি হচ্ছে।

প্রযুক্তিনির্ভর ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রচার

ঢাকাস্থ এলিয়েন্ট লিমিটেড-এর সহযোগিতায় বাংলাদেশের বেশ কিছু প্রযুক্তিনির্ভর ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান যেমন রাজু ইঞ্জিনিয়ারিং, নওগাঁ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, সুইস বায়োহাইজেনিক ইকুইপমেন্টস লিমিটেড, সাত্তার মেটাল ইন্ডাস্ট্রিজ, আকিজ প্লাস্টিকস, জিহান প্লাস্টিক এবং আমান টয় ইন্ডাস্ট্রিজ—তাদের পণ্য ও প্রযুক্তি উপস্থাপন করে।

 

হাইকমিশনার জানান, নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের নির্দেশনা অনুযায়ী রপ্তানি পণ্যের বহুমুখীকরণে বাংলাদেশ হাইকমিশনের এই অংশগ্রহণ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বিশেষ করে, তৈরি পোশাকের বাইরে অন্যান্য সম্ভাবনাময় পণ্যের রপ্তানিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

বাংলাদেশ-মালয়েশিয়া বাণিজ্য সম্পর্ক

বর্তমানে বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় ৩ বিলিয়ন মার্কিন ডলার। মালয়েশিয়া বাংলাদেশে বিশ্বের নবম বৃহত্তম বিনিয়োগকারী দেশ। এমন মেলা ও বাণিজ্যিক প্রদর্শনীর মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা। সূএ: বাংলাদেশ প্রতিদিন

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» নুরের ওপর হামলার বিচার না হলে সচিবালয় ঘেরাও

» মহানবী সা. আমাদের জন্য আল্লাহর বড় উপহার : তারেক রহমান

» ব্রাহ্মণবাড়িয়া-২: পুনঃনির্ধারিত সীমানা নিয়ে সন্তুষ্টি প্রকাশ রুমিন ফারহানার

» জামায়াতের সঙ্গে পারস্পরিক উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত থাকবে আশাবাদ ইইউ রাষ্ট্রদূতের

» মানবতাবিরোধী অপরাধীরা নির্বাচনে অংশ নিতে পারবেন না : প্রেস সচিব

» তারেক রহমান দেশে ফিরতে চাইলে সহায়তা করবে সরকার : পররাষ্ট্র উপদেষ্টা

» বাংলাদেশের প্রথম টেলিকম অপারেটর হিসেবে স্টারলিংকের অনুমোদিত রিসেলার হলো রবি

» দেশে প্রথমবারের মত ভয়েস ওভার ওয়াই-ফাই কল সেবা চালু করল বাংলালিংক

» দুটি সমুদ্রগামী ‘আফ্রাম্যাক্স’ অয়েল ট্যাংকার ক্রয়ে এমজেএল বাংলাদেশকে অর্থায়ন সুবিধা দিয়েছে ব্র্যাক ব্যাংক

» দেশের বাজারে সাশ্রয়ী মূল্যে পাওয়া যাচ্ছে অনার ৪০০ লাইট ফাইভজি স্মার্টফোন

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মালয়েশিয়ায় আন্তর্জাতিক মেশিনারি মেলায় অংশ নিল বাংলাদেশ

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত ৩৬তম মালয়েশিয়া আন্তর্জাতিক মেশিনারি মেলায় অংশগ্রহণ করেছে বাংলাদেশ। ১০ থেকে ১২ জুলাই ২০২৫ পর্যন্ত মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড এক্সিবিশন সেন্টারে আয়োজিত এ মেলায় ১০টি দেশের ৪৫০টির বেশি প্রতিষ্ঠান ৭৫৩টি স্টলে অংশ নেয়।

 

অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে চীন, কোরিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ভারত, জাপান, ইরান এবং বাংলাদেশ। এই মেলার আয়োজন করে মালয়েশিয়া প্রোমাস ইন্টারন্যাশনাল বিজনেস সোসাইটি এবং ইএস ইভেন্ট ম্যানেজমেন্ট।

১১ জুলাই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মালয়েশিয়ার প্লান্টেশন ও কমোডিটিস মন্ত্রী ওয়াইবি দাতুক সেরি জোহারি বিন আবদুল গনি।

 

বিশেষ সম্মাননা বাংলাদেশকে

মেলার শেষ দিন শনিবার (১২ জুলাই), বাংলাদেশ হাইকমিশনার মো. শামীম আহসান আয়োজকদের আমন্ত্রণে বিজনেস ম্যাচমেকিং অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন। সেখানে তিনি বাংলাদেশের সম্ভাবনাময় বাণিজ্য ও বিনিয়োগের দিক তুলে ধরেন এবং উপস্থিত ব্যবসায়ী সংগঠন ও উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুয়াংডং ফুড অ্যান্ড প্যাকেজিং মেশিনারি ট্রেডস অ্যাসোসিয়েশন, পেনাং ইমপোর্টার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, তেওচিউ মার্চেন্টস অ্যাসোসিয়েশন (পেনাং), পেনাং এলিট ওমেনপ্রেনার্স অ্যাসোসিয়েশন এবং দেওয়ান পারনিয়াগান উসাহাওয়ান মালয়েশিয়ার প্রতিনিধিরা।

 

বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণের স্বীকৃতিস্বরূপ হাইকমিশনকে একটি বিশেষ সম্মাননা প্রদান করা হয়, যা গ্রহণ করেন হাইকমিশনার মো. শামীম আহসান।

বাংলাদেশি স্টলে দর্শনার্থীদের ভিড়

পরবর্তীতে হাইকমিশনারসহ অতিথিরা বাংলাদেশের দুটি স্টল পরিদর্শন করেন এবং হাইকমিশনের স্টলে আগত ব্যবসায়ী ও দর্শনার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। স্টলে প্রদর্শিত পণ্যের মধ্যে ছিল প্রাণ-আরএফএল গ্রুপের প্লাস্টিক পণ্য, দুরন্ত বাইসাইকেল, ট্রাভেলো লাগেজ, গুডলাক স্টেশনারি, উইনার ক্লোথিং এবং ভিশন ইলেকট্রনিক্সের সামগ্রী।

 

এছাড়াও প্রদর্শিত হয় চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য, হস্তশিল্প, লাইট ইঞ্জিনিয়ারিং, প্যাকেজিং শিল্পসহ ব্যবসা-বিনিয়োগ ও পর্যটন বিষয়ক প্রকাশনা ও প্রামাণ্যচিত্র। হাইকমিশনার জানান, আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের রপ্তানিযোগ্য পণ্যের নতুন বাজার তৈরির সুযোগ সৃষ্টি হচ্ছে।

প্রযুক্তিনির্ভর ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রচার

ঢাকাস্থ এলিয়েন্ট লিমিটেড-এর সহযোগিতায় বাংলাদেশের বেশ কিছু প্রযুক্তিনির্ভর ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান যেমন রাজু ইঞ্জিনিয়ারিং, নওগাঁ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, সুইস বায়োহাইজেনিক ইকুইপমেন্টস লিমিটেড, সাত্তার মেটাল ইন্ডাস্ট্রিজ, আকিজ প্লাস্টিকস, জিহান প্লাস্টিক এবং আমান টয় ইন্ডাস্ট্রিজ—তাদের পণ্য ও প্রযুক্তি উপস্থাপন করে।

 

হাইকমিশনার জানান, নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের নির্দেশনা অনুযায়ী রপ্তানি পণ্যের বহুমুখীকরণে বাংলাদেশ হাইকমিশনের এই অংশগ্রহণ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বিশেষ করে, তৈরি পোশাকের বাইরে অন্যান্য সম্ভাবনাময় পণ্যের রপ্তানিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

বাংলাদেশ-মালয়েশিয়া বাণিজ্য সম্পর্ক

বর্তমানে বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় ৩ বিলিয়ন মার্কিন ডলার। মালয়েশিয়া বাংলাদেশে বিশ্বের নবম বৃহত্তম বিনিয়োগকারী দেশ। এমন মেলা ও বাণিজ্যিক প্রদর্শনীর মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা। সূএ: বাংলাদেশ প্রতিদিন

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com