মালদ্বীপে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ এপ্রিল) দেশটির রাজধানী মালের মাগিরি হোটেলের ফারু রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ খলিল। এছাড়া পররাষ্ট্র সচিব, মালদ্বীপে অবস্থিত বিভিন্ন দেশের হাইকমিশনার ও রাষ্ট্রদূত, জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাসমূহের প্রতিনিধিসহ দেশটির বিভিন্ন বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইফতার অনুষ্ঠানে আগত অতিথিদের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম আজাদ অভ্যর্থনা জানান। দূতাবাসের প্রথম সচিব মোহাম্মদ সোহেল পারভেজসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, সিআইপি নির্বাচিত মোহাম্মদ সোহেল রানা, প্রবাসী বাংলাদেশি, শিক্ষক, চিকিৎসক, ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন নেতাসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রবাসীরা উপস্থিত ছিলেন।