ছবি : সংগৃহীত
অনলাইন ডেস্ক : সারের হয়ে খেলার সময় বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করায় ইংল্যান্ডে পরীক্ষা দিয়েছিলেন সাকিব আল হাসান। তবে সেই পরীক্ষায় পাস করতে পারেননি তিনি। পরবর্তীতে ভারতের চেন্নাইয়েও ব্যর্থ হন এই অলরাউন্ডার। এবার তৃতীয়বারের মতো বোলিং অ্যাকশন বৈধ করার পরীক্ষা দিতে যাচ্ছেন সাকিব, যা অনুষ্ঠিত হবে আগামী মার্চে ইংল্যান্ডে।
২০২৪ সালে পাকিস্তান সফর শেষে দেশে না ফিরে সারের হয়ে একটি ম্যাচ খেলতে ইংল্যান্ডে গিয়েছিলেন সাকিব। সমারসেটের বিপক্ষে ম্যাচে ১৯৩ রানে ৯ উইকেট নিয়ে আলো ছড়ালেও ম্যাচ শেষে তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে। ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড (ইসিবি) তার বোলিং বৈধতার পরীক্ষা দেওয়ার নির্দেশ দেয়।
ডিসেম্বরে ইংল্যান্ডের লাফবরো ইউনিভার্সিটিতে পরীক্ষায় ব্যর্থ হন সাকিব। এরপর চেন্নাইয়ের শ্রী রমাচন্দ্র সেন্টার ফর স্পোর্টস সায়েন্সেও পাস করতে পারেননি। ফলে ইসিবির নিষেধাজ্ঞা বহাল থাকে। এখন বোলিং অ্যাকশন সংশোধনে ইংল্যান্ডের এক কোচের সঙ্গে কাজ করছেন তিনি। কোচের অনুমতি পেলেই মার্চে পরীক্ষা দেবেন সাকিব।
এই পরীক্ষায় সাকিব যদি উত্তীর্ণ হন, তবে আন্তর্জাতিক ক্রিকেটে তার বোলিং ফের বৈধ হবে। তবে আগের পরীক্ষাগুলোতে ব্যর্থতার কারণে এবার সফল হতে পারবেন কি না, তা নিয়েও রয়েছে সংশয়।
বার্মিংহামের পরীক্ষায় ব্যর্থ হওয়ার পর ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) তাকে নিজেদের প্রতিযোগিতায় নিষিদ্ধ করে। এরপর চেন্নাইয়ের নিরপেক্ষ ল্যাবেও তার বোলিং অ্যাকশনের ত্রুটি ধরা পড়লে আন্তর্জাতিক ক্রিকেটে নিষেধাজ্ঞার শিকার হন এই অলরাউন্ডার।
এবারের পরীক্ষা তাই সাকিবের ক্যারিয়ারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সফল হলে তিনি আবারও বোলিং করতে পারবেন, ব্যর্থ হলে তার ভবিষ্যৎ নিয়ে তৈরি হবে নতুন অনিশ্চয়তা।