সুলতান মাহমুদ, বিনোদন প্রতিবেদকঃ বাংলা গানের জগতে নতুন এক আবেগের নাম হয়ে উঠছে ‘মায়া মায়া লাগে’। হৃদয়ছোঁয়া কথা, মন ছুঁয়ে যাওয়া সুর আর প্রেমের পূর্ণতায় মোড়ানো এই গানটি ইতোমধ্যেই সংগীতপ্রেমীদের দৃষ্টি কেড়েছে।
গানটিতে কণ্ঠ দিয়েছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী মাহতিম শাকিব। গানটি লিখেছেন মাছুম আহমেদ, সুর করেছেন শান্তনা আক্তার এবং সঙ্গীতায়োজন করেছেন দিন ইসলাম শারুক।
গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন বিশাল আহমেদ। অভিনয় করেছেন সংগীতশিল্পী শান্তনা আক্তার ও শুভ। তাদের অনস্ক্রিন রসায়ন প্রেম ও ‘মায়া’র এক পরিপূর্ণ অনুভূতি প্রকাশ করে।
দৃশ্যধারণে ছিলেন সোমেক ইসলাম, সম্পাদনায় টিমওয়ার্ক স্টুডিওস, রঙে শামীম হোসেন, মেকআপে ফাহিম এবং আলোয় তন্ময় খান। প্রযোজনায় টিমওয়ার্ক, আর প্রকাশনায় Tunes On।
পরিচালক বিশাল আহমেদ বলেন, “গানটি শুধুই একটি ভিডিও নয়, এটি একটি অনুভূতির গল্প। আমরা চেয়েছি গল্প, সুর আর অভিনয়ের মাধ্যমে দর্শকের হৃদয়ে প্রেম আর মায়ার ছোঁয়া পৌঁছে দিতে।”
ইতোমধ্যেই ইউটিউবসহ সকল ডিজিটাল প্ল্যাটফর্মে উন্মুক্ত হওয়া গানটি শ্রোতাদের ভালোবাসায় হয়ে উঠছে সময়ের অন্যতম আলোচিত গান।
Facebook Comments Box