ফাইল ছবি
অনলাইন ডেস্ক : চট্টগ্রাম বাঁশখালী উপজেলায় মোজাহের আহমদ (৩৫) নামে একজনকে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার রাতে উপজেলার গন্ডামারা ইউনিয়নের জানের বাপের বাড়ি এলাকা থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মোজাহের গন্ডামারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব বড়ঘোনা গোলাপ জানের বাড়ি শেয়ার আলীর ছেলে। তিনি পেশায় কৃষক। জায়গা নিয়ে প্রতিবেশীর সঙ্গে তার দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার চট্টগ্রাম আদালতে একটি মামলায় বাদী হিসেবে হাজিরা দিয়েছেন মোজাহের। ফেরার পথে গন্ডামারা এলাকায় প্রতিপক্ষের হামলার শিকার হন তিনি। দুর্বৃত্তরা তাকে পিটিয়ে মেরে একটি পুকুরে ফেলে চলে যায়। স্থানীয়রা তার মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের অভিযোগ সাপেক্ষে মামলা হবে।