মানুষ ধোয়ার ওয়াশিং মেশিন এলো, ১৫ মিনিটে গোসল করিয়ে গা শুকিয়ে দেবে

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক:এলো মানুষ ধোয়ার ওয়াশিং মেশিন। এই মেশিন আপনাকে গোসল করিয়ে গা শুকিয়েও দেবে। অদ্ভুত এই যন্ত্রটি উদ্ভাবন করেছে জাপান। বর্তমানে মেশিনটি প্রোটোটাইপ পর্যায়ে রয়েছে। শিগগিরই বাজারে আসবে। তখন কিনতেও পারবেন। উদ্ভাবকরা বলছেন, এই যন্ত্রটি ভবিষ্যতের জন্য তৈরি করা হয়েছে। এই এআই চালিত ডিভাইসটি ১৫ মিনিটের মধ্যে মানুষকে ধুয়ে শুকাতেও সক্ষম।

জাপানি কোম্পানি সায়েন্স কোংয়ের তৈরি, ‘মিরাই নিঙ্গেন সেন্টাকুক’ নামে এই যন্ত্রটি একটি স্পা-এর মতো অভিজ্ঞতা দেয়৷ যেখানে উন্নত পানির জেট এবং পরিষ্কারের জন্য মাইক্রোস্কোপিক বায়ু বুদ্বুদ রয়েছে৷ এআই সিস্টেম ব্যবহারকারীর ত্বকের ধরন এবং শারীরিক মেট্রিক্সের উপর ভিত্তি করে ধোয়া-কাচার প্রক্রিয়াকে পার্সোনালাইজড করে৷ সেইসঙ্গে প্রক্রিয়া চলাকালীন শান্ত ভিজ্যুয়ালও বাজা থাকেয়৷ এই প্রতিবেদন প্রকাশিত হয়েছে জাপানি পত্রিকা ‘আশাহি শিম্বুন’-এ।

machine

কীভাবে কাজ করে মানুষ ধোয়ার এই মেশিন

মেশিন দেখতে টিউবের মতো। এতে উন্নত পানির জেট এবং পরিষ্কারের জন্য মাইক্রোস্কোপিক বায়ু বুদ্বুদ রয়েছে৷ এআই সিস্টেম ব্যবহারকারীর ত্বকের ধরন এবং শারীরিক মেট্রিক্সের উপর ভিত্তি করে ধোয়াকাচার প্রক্রিয়াকে পার্সোনালাইজড করে৷ সেইসঙ্গে প্রক্রিয়া চলাকালীন শান্ত ভিজ্যুয়ালও বাজায় থাকে।

 

উচ্চ-গতির পানি জেটগুলো এরপর মাইক্রোস্কোপিক বুদবুদগুলো ছেড়ে দেয়৷ সেগুলো ত্বকের সংস্পর্শে এলে ফেটে যায়৷ ময়লা অপসারিত হয়।

inner

এআই প্রযুক্তি আপনার গুরুত্বপূর্ণ লক্ষণগুলো নিরীক্ষণ করে এবং সর্বাধিক আরামের জন্য পানির জেটের তাপমাত্রা এবং চাপের মধ্যে সামঞ্জস্য রাখে।

মেশিনটি ব্যবহারকারীর মানসিক সুস্থতার দিকেও নজর দেয়। এটি আপনার সংবেদনশীল অবস্থা বিশ্লেষণ করে এবং আপনাকে শান্ত এবং শিথিল করতে পডের ভেতরে শান্ত ভিজ্যুয়ালগুলো প্রজেক্ট করে।

 

কবে আসবে মানুষ ধোয়ার এই ওয়াশিং মেশিন?

১৯৭০-এর দশকে এরকমই একটি ধারণা এনেছিল স্যানিও ইলেকট্রিক৷ তাদের ধারণায় অনুপ্রাণিত হয়ে এই আধুনিক সংস্করণটি ওসাকা এক্সপো ২০২৫ বা আগামী বছরে আত্মপ্রকাশ করানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে৷ যেখানে ১০০০ জন অংশগ্রহণকারী সরাসরি এটির অভিজ্ঞতা লাভ করবেন৷ প্রাথমিক স্তরে ব্যবহার ও পরীক্ষার পর, মেশিনটি ব্যক্তিগত স্বাস্থ্যবিধি এবং আরামের বিলাসিতার পাওয়ার পথে বিপ্লব ঘটানোর প্রতিশ্রুতি দিয়ে প্রচুর উৎপাদন করবে বলে আশা করা হচ্ছে। কোম্পানিটি একটি বাড়িতে ব্যবহার্য সংস্করণ প্রকাশ করার পরিকল্পনা করছে।

,achine

কোম্পানি ইতিমধ্যে তার ওয়েবসাইটে স্বয়ংক্রিয় বাথটাবের জন্য অর্ডার গ্রহণ করছে।

গত বছর একটি বক্তৃতার সময় কোম্পানির চেয়ারম্যান ইয়াসুয়াকি আওয়ামা বলেছিলেন ‘আমরা কাজের প্রায় ৭০ শতাংশ অবস্থানে রয়েছি। আমরা এক্সপো চলাকালীন ১০০০ জন সাধারণ দর্শকদের এটি ব্যবহারের সুযোগ দেওয়ার পরিকল্পনা করেছি।’ সূএ: ঢাকা মেইল ডটকম

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» চাঁদাবাজদের তালিকা তৈরি, দুদিনের মধ্যে অভিযান: ডিএমপি কমিশনার

» গুরুত্বপূর্ণ বিল পাশ করে শেষ মুহূর্তে ‘শাটডাউন’ এড়ালো যুক্তরাষ্ট্র

» বাসে তল্লাশি চালিয়ে দেশীয় তৈরি পাইপ গানসহ দুই যাত্রী গ্রেপ্তার

» সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে হাসান আরিফের জানাজা সম্পন্ন

» উত্তর ভারতের প্রেক্ষাগৃহ থেকে নামানো হচ্ছে ‘পুষ্পা-২’

» ‘স্পিরিটস অব জুলাই’ কনসার্ট ঘিরে যান চলাচলে নির্দেশনা

» সাগরে নিম্নচাপ, দক্ষিণাঞ্চলে বৃষ্টি শুরু

» বেইলি ব্রিজ ভেঙে তুরাগ ন‌দে ট্রাক, বিকল্প পথে চলার অনুরোধ

» সড়ক ও পরিবহন খাতে দুর্নীতি বন্ধ হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

» ক‍্যানবেরায় ১২ প্রবাসীকে বাংলাদেশ হাইকমিশনের অ‍্যাওয়ার্ড প্রদান

  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মানুষ ধোয়ার ওয়াশিং মেশিন এলো, ১৫ মিনিটে গোসল করিয়ে গা শুকিয়ে দেবে

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক:এলো মানুষ ধোয়ার ওয়াশিং মেশিন। এই মেশিন আপনাকে গোসল করিয়ে গা শুকিয়েও দেবে। অদ্ভুত এই যন্ত্রটি উদ্ভাবন করেছে জাপান। বর্তমানে মেশিনটি প্রোটোটাইপ পর্যায়ে রয়েছে। শিগগিরই বাজারে আসবে। তখন কিনতেও পারবেন। উদ্ভাবকরা বলছেন, এই যন্ত্রটি ভবিষ্যতের জন্য তৈরি করা হয়েছে। এই এআই চালিত ডিভাইসটি ১৫ মিনিটের মধ্যে মানুষকে ধুয়ে শুকাতেও সক্ষম।

জাপানি কোম্পানি সায়েন্স কোংয়ের তৈরি, ‘মিরাই নিঙ্গেন সেন্টাকুক’ নামে এই যন্ত্রটি একটি স্পা-এর মতো অভিজ্ঞতা দেয়৷ যেখানে উন্নত পানির জেট এবং পরিষ্কারের জন্য মাইক্রোস্কোপিক বায়ু বুদ্বুদ রয়েছে৷ এআই সিস্টেম ব্যবহারকারীর ত্বকের ধরন এবং শারীরিক মেট্রিক্সের উপর ভিত্তি করে ধোয়া-কাচার প্রক্রিয়াকে পার্সোনালাইজড করে৷ সেইসঙ্গে প্রক্রিয়া চলাকালীন শান্ত ভিজ্যুয়ালও বাজা থাকেয়৷ এই প্রতিবেদন প্রকাশিত হয়েছে জাপানি পত্রিকা ‘আশাহি শিম্বুন’-এ।

machine

কীভাবে কাজ করে মানুষ ধোয়ার এই মেশিন

মেশিন দেখতে টিউবের মতো। এতে উন্নত পানির জেট এবং পরিষ্কারের জন্য মাইক্রোস্কোপিক বায়ু বুদ্বুদ রয়েছে৷ এআই সিস্টেম ব্যবহারকারীর ত্বকের ধরন এবং শারীরিক মেট্রিক্সের উপর ভিত্তি করে ধোয়াকাচার প্রক্রিয়াকে পার্সোনালাইজড করে৷ সেইসঙ্গে প্রক্রিয়া চলাকালীন শান্ত ভিজ্যুয়ালও বাজায় থাকে।

 

উচ্চ-গতির পানি জেটগুলো এরপর মাইক্রোস্কোপিক বুদবুদগুলো ছেড়ে দেয়৷ সেগুলো ত্বকের সংস্পর্শে এলে ফেটে যায়৷ ময়লা অপসারিত হয়।

inner

এআই প্রযুক্তি আপনার গুরুত্বপূর্ণ লক্ষণগুলো নিরীক্ষণ করে এবং সর্বাধিক আরামের জন্য পানির জেটের তাপমাত্রা এবং চাপের মধ্যে সামঞ্জস্য রাখে।

মেশিনটি ব্যবহারকারীর মানসিক সুস্থতার দিকেও নজর দেয়। এটি আপনার সংবেদনশীল অবস্থা বিশ্লেষণ করে এবং আপনাকে শান্ত এবং শিথিল করতে পডের ভেতরে শান্ত ভিজ্যুয়ালগুলো প্রজেক্ট করে।

 

কবে আসবে মানুষ ধোয়ার এই ওয়াশিং মেশিন?

১৯৭০-এর দশকে এরকমই একটি ধারণা এনেছিল স্যানিও ইলেকট্রিক৷ তাদের ধারণায় অনুপ্রাণিত হয়ে এই আধুনিক সংস্করণটি ওসাকা এক্সপো ২০২৫ বা আগামী বছরে আত্মপ্রকাশ করানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে৷ যেখানে ১০০০ জন অংশগ্রহণকারী সরাসরি এটির অভিজ্ঞতা লাভ করবেন৷ প্রাথমিক স্তরে ব্যবহার ও পরীক্ষার পর, মেশিনটি ব্যক্তিগত স্বাস্থ্যবিধি এবং আরামের বিলাসিতার পাওয়ার পথে বিপ্লব ঘটানোর প্রতিশ্রুতি দিয়ে প্রচুর উৎপাদন করবে বলে আশা করা হচ্ছে। কোম্পানিটি একটি বাড়িতে ব্যবহার্য সংস্করণ প্রকাশ করার পরিকল্পনা করছে।

,achine

কোম্পানি ইতিমধ্যে তার ওয়েবসাইটে স্বয়ংক্রিয় বাথটাবের জন্য অর্ডার গ্রহণ করছে।

গত বছর একটি বক্তৃতার সময় কোম্পানির চেয়ারম্যান ইয়াসুয়াকি আওয়ামা বলেছিলেন ‘আমরা কাজের প্রায় ৭০ শতাংশ অবস্থানে রয়েছি। আমরা এক্সপো চলাকালীন ১০০০ জন সাধারণ দর্শকদের এটি ব্যবহারের সুযোগ দেওয়ার পরিকল্পনা করেছি।’ সূএ: ঢাকা মেইল ডটকম

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com