মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বাহ্রা এলাকা থেকে ১১২ লিটার চোলাই মদসহ দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আটকরা হলেন- সাটুরিয়া উপজেলার বাহ্রা এলাকার হারান চন্দ্র দাস (৬৪) ও মৃত জতীন্দ্র মনি দাসের ছেলে সজিব মনিদাস (৩০)।
আজ সকাল ৯টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে সাটুরিয়া উপজেলার বাহ্রা এলাকা থেকে দুইজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ১১২ লিটার চোলাই মদ জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য এক লাখ ১২ হাজার টাকা। এ বিষয়ে সাটুরিয়া থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।