মানবপাচার চক্রের হাত থেকে দুই বাংলাদেশি কিশোরকে উদ্ধার, আটক ১

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক :  কক্সবাজারের টেকনাফে মানবপাচার চক্রের হাত থেকে দুই বাংলাদেশি কিশোরকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মো. রাসেদ নামের এক রোহিঙ্গা মানব পাচারকারিকে আটক করেছে বিজিবি।

 

সোমবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের কেরুনতলী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান।

 

উদ্ধার হওয়া ২ কিশোর হলেন— কক্সবাজার শহরের লালদিঘির পাড় এলাকার বাসিন্দা আইয়ুব খানের ছেলে মো. মাহিম (১৫) ও একই এলাকার জসিমের ছেলে মো. সোহেল (১৬)।

 

আটক রোহিঙ্গা যুবক কুতুপালং ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-১৩ ব্লকের বাসিন্দা ছৈয়দ আলমের ছেলে মো. রাসেদ (১৮)। এসময় একজন সুকৌশলে পালিয়ে যায়। পলাতক মানবপাচারকারী টেকনাফ সদরের বরইতুলী এলাকার বাসিন্দা মৃত ছিদ্দিক আহমদের ছেলে নুর হাসান (৩০)।

 

লে. কর্নেল আশিকুর রহমান জানান, সম্প্রতি টেকনাফ সীমান্তে সংঘবদ্ধ মানব পাচারকারীর একটি চক্র সক্রিয় হয়ে উঠেছে। এ খবরে বিজিবি গোয়েন্দা নজরদারি জোরদার করে। সোমবার সন্ধ্যায় নাফ নদী সীমান্ত দিয়ে পাচারের চেষ্টা চলছে এমন তথ্যের ভিত্তিতে বিজিবি কয়েকটি দলে ভাগ হয়ে অভিযান পরিচালনা করে। এসময় ঘটনাস্থলে পৌঁছালে বিজিবির উপস্থিতি টের পেয়ে কয়েকজন সন্দেহভাজন দৌড়ে পালানোর চেষ্টা করে। ধাওয়া দিয়ে একজনকে আটক করা সম্ভব হলেও অন্যরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে দুই কিশোরকে উদ্ধার করা হয়। আটক ব্যক্তি মানবপাচার চক্রের সক্রিয় সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে এবং উদ্ধার হওয়া দুই কিশোরকে স্বজনদের কাছে হস্তান্তরের জন্য সোমবার রাতেই তাদের টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

» নতুন সরকারের মন্ত্রীদের জন্য কোনো গাড়ি কেনা হচ্ছে না: অর্থ উপদেষ্টা

» বাড়ল স্বর্ণের দাম

» মন্ত্রীদের জন্য ৬০টি গাড়ি কেনার প্রস্তাব বাতিল

» বিদ্যুৎকেন্দ্রে যান্ত্রিক গোলযোগ, দেশব্যাপী লোডশেডিং

» বুধবার ঢাবির সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ

» আপত্তিকর ছবি ভাইরাল, আদালতে ঐশ্বরিয়া

» ভোট কারচুপির অভিযোগ এনে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

» মধুর ক্যান্টিনে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল প্যানেল

» কর্মীদের সুরক্ষায় গার্ডিয়ানের সাথে ব্যাংক এশিয়ার পার্টনারশিপ

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মানবপাচার চক্রের হাত থেকে দুই বাংলাদেশি কিশোরকে উদ্ধার, আটক ১

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক :  কক্সবাজারের টেকনাফে মানবপাচার চক্রের হাত থেকে দুই বাংলাদেশি কিশোরকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মো. রাসেদ নামের এক রোহিঙ্গা মানব পাচারকারিকে আটক করেছে বিজিবি।

 

সোমবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের কেরুনতলী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান।

 

উদ্ধার হওয়া ২ কিশোর হলেন— কক্সবাজার শহরের লালদিঘির পাড় এলাকার বাসিন্দা আইয়ুব খানের ছেলে মো. মাহিম (১৫) ও একই এলাকার জসিমের ছেলে মো. সোহেল (১৬)।

 

আটক রোহিঙ্গা যুবক কুতুপালং ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-১৩ ব্লকের বাসিন্দা ছৈয়দ আলমের ছেলে মো. রাসেদ (১৮)। এসময় একজন সুকৌশলে পালিয়ে যায়। পলাতক মানবপাচারকারী টেকনাফ সদরের বরইতুলী এলাকার বাসিন্দা মৃত ছিদ্দিক আহমদের ছেলে নুর হাসান (৩০)।

 

লে. কর্নেল আশিকুর রহমান জানান, সম্প্রতি টেকনাফ সীমান্তে সংঘবদ্ধ মানব পাচারকারীর একটি চক্র সক্রিয় হয়ে উঠেছে। এ খবরে বিজিবি গোয়েন্দা নজরদারি জোরদার করে। সোমবার সন্ধ্যায় নাফ নদী সীমান্ত দিয়ে পাচারের চেষ্টা চলছে এমন তথ্যের ভিত্তিতে বিজিবি কয়েকটি দলে ভাগ হয়ে অভিযান পরিচালনা করে। এসময় ঘটনাস্থলে পৌঁছালে বিজিবির উপস্থিতি টের পেয়ে কয়েকজন সন্দেহভাজন দৌড়ে পালানোর চেষ্টা করে। ধাওয়া দিয়ে একজনকে আটক করা সম্ভব হলেও অন্যরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে দুই কিশোরকে উদ্ধার করা হয়। আটক ব্যক্তি মানবপাচার চক্রের সক্রিয় সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে এবং উদ্ধার হওয়া দুই কিশোরকে স্বজনদের কাছে হস্তান্তরের জন্য সোমবার রাতেই তাদের টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com