ছবি : সংগৃহীত
অনলাইন ডেস্ক : কক্সবাজারের চকরিয়ায় হাসেরদিঘী থেকে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হেলাল উদ্দিনকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
গ্রেফতার হেলাল উদ্দিন (২৫) ফাসিয়াখালী ইউনিয়নের লোমাবাজার এলাকার দেলোয়ার হোসেনের পুত্র। রবিবার সন্ধ্যায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক আ ম ফারুক জানান, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামি হেলাল উদ্দিন দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।