ফাইল ছবি
কক্সবাজার সৈকতের সুগন্ধা বীচ এবং টেকনাফের মৌলভীবাজারে পৃথক অভিযানে মাদক মামলায় সাজাপ্রাপ্ত দুইজন পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব-১৫, সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) দেবজিত পাল বিষয়টি নিশ্চিত করেন।
২০১০ সালে চাঁদপুর মডেল থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার দুই বছরের সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. শামসুল আলমকে (২৫) সুগন্ধা বীচ এলাকায় থেকে বুধবার (২০ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে গ্রেফতার করা হয়।
এদিকে, চট্টগ্রাম হালিশহর থানার মাদক মামলার ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. জাকির হোসেন প্রকাশ ওরফে টেম্পু জাকেরকে (৩৮) আজ বৃহস্পতিবার ভোরে টেকনাফ উপজেলার মৌলভীবাজার মুসলিমপাড়া থেকে গ্রেফতার কড়া হয়।
গ্রেফতারকৃত শামসুল আলমকে কক্সবাজার সদর মডেল থানা এবং জাকির হোসেন প্রকাশ টেম্পু জাকেরকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।