চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী এলাকার একটি মাদক নিরাময় কেন্দ্রে অভিযান চালিয়ে চার জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিনগত রাতে থানার শেরশাহ কলোনি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- মো. ইমরান হোসেন মিলন (৩৭), মো. লুৎফুর রহমান (৪৯), মোহাম্মদ রাশেদ (৪৩) ও মো. মোবারক হোসেন (৩৮)। তাদের কাছ থেকে নগদ ৯ হাজার ৪৮০ টাকা জব্দ করা হয়।
পুলিশ জানায়, শেরশাহ কলোনির ২৭ নম্বর প্লটের চারতলা বিশিষ্ট একটি ভবনের নিচতলায় ছিল মাদক নিরাময় কেন্দ্রটি। অভিযোগ ছিল আড়ালে সেখানে জুয়ার আসরসহ নানা অপকর্ম চলছিল। এর পরিপ্রেক্ষিতে বুধবার রাতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় হাতেনাতে চার জুয়াড়িকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার শাহাদাত হুসেন রাসেল বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের হয়েছে। আজ (বৃহস্পতিবার) ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হচ্ছে।