ফাইল ফটো
অনলাইন ডেস্ক :আশুলিয়ার শিমুলিয়ার সুপিয়া বেগমকে (৬০) হত্যার অভিযোগ উঠেছে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত আওলাদ হোসেনকে (৩২) আটক করেছে পুলিশ। সোমবার রাতে সাভার উপজেলার আশুলিয়ার শিমুলিয়ার গ্রামের এ ঘটনা ঘটে।
হত্যাকাণ্ডের শিকার নারীর নাম সুপিয়া বেগম। তিনি উপজেলার শিমুলিয়ার ইউনিয়নের গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয়রা জানান, লেহাজ উদ্দিন স্ত্রীর ছেলে আওলাদ হোসেন একজন মাদকসেবী। বাড়িতে মা-ছেলে থাকতেন। মাদকের টাকার জন্য প্রায়ই আওলাদ মায়ের সঙ্গে খারাপ আচরণ করতেন। সোমবার রাতের কোনো এক সময় আওলাদ হোসেন মাদকের টাকা না দেওয়ায় মাকে হত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। খবর পেয়ে মঙ্গলবার সকালে দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আশুলিয়ার থানার (ওসি) তদন্ত মোহাম্মদ কামাল হোসেন জানান, দা দিয়ে মাকে কুপিয়ে হত্যা করেছে। লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য লাশ মেডিকল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার একটি হত্যা মামলা দায়ের করা করা হয়েছে। তবে এখনো হত্যাকারী আওলাদকে গ্রেফতার করতে পারেনি।