শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দলীয় কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।
শনিবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে কর্মসূচির তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ২১ ফেব্রুয়ারি সোমবার সকাল ৭টায় নিউ মার্কেটের দক্ষিণ গেট থেকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রভাতফেরি শুরু হবে।
পরদিন ২২ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৩টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় ভারচুয়ালি যুক্ত থেকে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।