সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ রাঙ্গামাটির রাজস্থলীর সন্তান উক্য চিং মারমা মারা গেছে।
সোমবার (২১ জুলাই) দিবাগত রাত ৩টায় রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। মঙ্গলবার (২২ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের খালা নেলী মারমা।
পরিবার সূত্রে জানা গেছে, উক্য চিং মারমা ছিল রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র। তার বাড়ি রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া কলেজ পাড়া এলাকায়। বাবা উসাইমং মারমা রাজস্থলী উপজেলার আবাসিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।
নিহত উক্য চিং মারমার খালা নেলী মারমা বলেন, দুর্ঘটনার সময় উক্য চিং স্কুল ভবনের একটি শ্রেণিকক্ষে ছিল। বিমান বিধ্বস্ত হয়ে বিস্ফোরণের পর ভবনে আগুন ছড়িয়ে পড়ে। উক্য চিং মারমার শরীরের প্রায় শতভাগ অংশই দগ্ধ হয়। এরপর তাকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
তিনি আরও বলেন, উচ্চ শিক্ষা অর্জনের স্বপ্ন নিয়ে গ্রাম থেকে ঢাকায় গিয়েছিল আমার বোনের ছেলে। এখন সে লাশ হয়ে বাড়ি ফিরছে। আমরা কিছুতেই এ মৃত্যু মেনে নিতে পারছি না।
রাঙামাটি রাজস্থলী উপজেলার বাঙালহালিয়ার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যার আদোমং মারমা বলেন, শুনেছি ছেলেটা রাতে মারা গেছে। খুবই মর্মান্তিক ঘটনা। আমরা সবাই ভীষণ শোকাহত।