সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে ভয়াবহ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ও হাসপাতালে ভর্তি রোগীদের তালিকা প্রকাশ করেছে সরকার।
বৃহস্পতিবার (২৪ জুলাই) প্রধান উপদেষ্টা কার্যালয় ও স্বাস্থ্য অধিদপ্তর যৌথভাবে এ তথ্য প্রকাশ করে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, রাজধানীর ছয়টি হাসপাতালে এখন পর্যন্ত ২৯ জন নিহত হয়েছেন এবং চিকিৎসাধীন রয়েছেন ৫৭ জন। বিভিন্ন হাসপাতালে দগ্ধ ও আহতদের চিকিৎসা চলছে। আইসিইউতে রয়েছেন ১২ জন। শনাক্ত হয়নি ৬টি মরদেহের পরিচয়।
হাসপাতওয়ারভিত্তিক ভর্তিকৃত ও নিহতদের তথ্য: জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট: ভর্তি ৪৫ জন, মৃত্যু ১১ জন
সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ): ভর্তি ১১ জন, মৃত্যু ১৫ জন, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল: ভর্তি ১ জন, মৃত্যু নেই , ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল: ভর্তি নেই, মৃত্যু ১ জন, লুবানা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার: ভর্তি নেই, মৃত্যু ১ জন (অজ্ঞাতনামা), ইউনাইটেড হাসপাতাল: ভর্তি নেই, মৃত্যু ১ জন।
এর আগে বুধবার দুপুরে প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী সচিব ফয়েজ আহম্মদ সাংবাদিকদের জানিয়েছিলেন, এই দুর্ঘটনায় এখন পর্যন্ত শিক্ষার্থীসহ ২৯ জন নিহত হয়েছেন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৬৯ জনের মধ্যে ১২ জন আছেন আইসিইউতে।
সরকারি হিসাবে প্রকাশিত তালিকায় নিহত ও আহতদের নাম, বয়স এবং যে হাসপাতালে তারা আছেন সে সংক্রান্ত বিস্তারিত তথ্যও রয়েছে।