সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার পর ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাশাপাশি উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছে সশস্ত্র বাহিনীও। তাদের সহায়তা করছেন স্থানীয়রা।
সোমবার দুপুরে উত্তরা মাইলস্টোন কলেজের ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমানটি উত্তরায় বিধ্বস্ত হওয়ার আগে দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, আমরা দুপুর ১টা ১৮ মিনিটে সংবাদ পেয়েছি যে উত্তরা মাইলস্টোন ক্যাম্পাসে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। ঘটনাস্থলে আমাদের আটটি ইউনিট কাজ করছে।
তিনি জানান, একজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এছাড়া উদ্ধার অভিযান চলছে।
এদিকে, দুর্ঘটনাটির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়েছে। এসব ভিডিওতে দেখা যায়, দুর্ঘটনার পর লোকজন ছোটাছুটি করছে।