সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : যথাযথ প্রক্রিয়া অনুসরণ করতে গিয়ে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিতে দেরি হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার। বুধবার (২৩ জুলাই) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন।
শিক্ষা উপদেষ্টা বলেন, পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত হুট করে নেয়া যায়না। একক সিদ্ধান্তেও এটি সম্ভব নয়, এজন্যই দেরি হয়েছে, গভীর রাতে পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। পিছিয়ে যাওয়া পরীক্ষার তারিখ দ্রুত সময়ে জানিয়ে দেয়া হবে।
মাইলস্টোনের ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের কোন গাফিলতি ছিল না জানিয়ে সি আর আবরার আরও বলেন, শিক্ষা সচিবকে সরকারের উচ্চপর্যায় থেকে অপসারণ করা হয়েছে। এ বিষয়ে তিনি কিছু জানতেন না। এছাড়া সরকার ও নিয়োগকর্তারা চাইলে তিনিও পদত্যাগ করবেন। তবে নিজ থেকে পদত্যাগের ইচ্ছে নেই শিক্ষা উপদেষ্টার।
শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক মন্তব্য করে তিনি বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেয়াসহ শিক্ষার্থীদের দাবি পূরণ করতে সরকার কাজ করছে। এসময় বিমানের প্রশিক্ষণ স্থান পরিবর্তনের দাবিও জানান শিক্ষা উপদেষ্টা।