সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : রাজধানীর ধানমন্ডি এলাকায় মাইমুনা নামে এক মেয়েকে পাওয়া গেছে। তার বয়স ২০ বছর। তিনি তার নাম আর বয়স ছাড়া আর কিছুই বলতে পারেননি।
মাইমুনা বর্তমানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদ হেফাজতে রয়েছেন। তার গায়ের রং ফর্সা, উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি। পাওয়ার সময় মেয়েটির পরনে ছিল নেভি ব্লু রঙয়ের বোরকা।
গত ১১ মে রাত আনুমানিক ৯টা ৫ মিনিটে ধানমন্ডি থানাধীন তাকওয়া মসজিদের সামনে মাইমুনাকে দেখতে পান একজন পথচারী। পরে তিনি ওই মেয়েকে জাতীয় জরুরি সেবা-৯৯৯ এর মাধ্যমে ধানমন্ডি থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
ধানমন্ডি থানা সূত্রে জানা যায়, মেয়েটি তার নাম আর বয়স ছাড়া আর কিছুই বলতে পারেননি। অনেক খোঁজাখুঁজি করে মাইমুনার আত্মীয়-স্বজনের খোঁজখবর না পেয়ে ধানমন্ডি থানা পুলিশ তাকে ডিএমপির উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগে হস্তান্তর করে। বর্তমানে মেয়েটি ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদ আশ্রয়ে রয়েছে। এ সংক্রান্তে ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
কোনো সহৃদয় ব্যক্তি ছবিতে প্রদর্শিত এই মেয়ের পরিবারের সন্ধান জেনে থাকলে তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারের ডিউটি অফিসারের মোবাইল ০১৩২০-০৪২০৮৫ অথবা টিএনটি নাম্বারে ০২-৪১০২৪৮৪৮ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হরেছে ডিএমপি।