বাইজিদ আহাম্মেদ .পলাশ প্রতিনিধিঃ নরসিংদীর ঘোড়াশাল পৌর এলাকায় মাইক্রোবাস ও সিএনজির সংঘর্ষে সিএনজি চালক বাছেদ মিয়া (৬০) নিহত আহত ৩ জন। আহত যাত্রীদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। আজ রবিবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় পলাশ উপজেলার ঘোড়াশাল-টঙ্গী বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিএনজির চালক বাছেদ মিয়া । তিনি নরসিংদী সদর উপজেলার সিলমান্দী এলাকার সুরুজ মিয়ার ছেলে।
বাছেদ মিয়া ঘোড়াশাল পৌর এলাকার খালিশকার টেকে পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সকাল সোয়া ৭টার দিকে পাঁচদোনা থেকে যাত্রী নিয়ে নিয়ে ঘোড়াশালের উদ্দেশ্যে আসার সময় সকাল সাড়ে ৭টায় ঘোড়াশাল-টঙ্গী বাইপাস সড়কে পৌঁছালে বিপরীত দিক আসা দ্রুতগামীর যাত্রী বোঝাই একটি মাইক্রোবাস সিএনজিকে ধাক্কা দিলে এই সংঘর্ষ হয়।
এতে সিএনজির চালকসহ তিনযাত্রী সড়কে পড়ে যায়। সিএনজি চালক গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত বাছেদ মিয়াকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় পাঠায়। স্হানীয়রা মাইক্রোবাসকে আটকে রাখে আহত যাত্রীদের স্থানীয় হাসপাতালে পাঠায়।
ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো: ইউনুস আলী জানান, ঢাকায় নেওয়ার পথে মারা যায় সিএনজি চালক বাছেদ মিয়া। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পলাশ থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দুর্ঘটনা কবলিত মাইক্রোবাস ও সিএনজিটি জব্দ করে।
Facebook Comments Box