কক্সবাজারের টেকনাফে মাইক্রোবাসের তেলের ট্যাংকি থেকে ৭০০গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) ও ১০ হাজার পিস ইয়াবাসহ মো. আলী (৪১) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
সোমবার রাত ৯টায় টেকনাফ কেন্দ্রীয় বাস টার্মিনালে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে কক্সবাজার জেলা ডিবি পুলিশ।
জেলা গোয়েন্দা শাখার ডিবি (পুলিশ) অফিসার ইনচার্জ সাইফুল আলম জানান, খবর পেয়ে রাত ৯টায় টেকনাফ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। এ সময় ট্রাকের জ্বালানি তেলের ট্যাংকের ভেতরে অভিনব পদ্ধতিতে পাচারকালে ৭০০ গ্রাম আইস ও ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
পাচার কাজে জড়িত চালককে আটক করা হয়। উদ্ধার হওয়া এসব আইস ও ইয়াবার বাজারমূল্য ৩ কোটি ৯০ লাখ টাকা।
তিনি আরো বলেন, আটককৃত পাচারকারী দীর্ঘদিন ধরে ইয়াবা পাচারের সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিকভাবে স্বীকার করেছেন।