ছবি সংগৃহীত
ডেস্ক রিপোর্ট : ইউক্রেন-রাশিয়া যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে বৈঠকের আয়োজন করতে যাচ্ছে সৌদি আরব। এটি আগামী সপ্তাহে জেদ্দায় অনুষ্ঠিত হবে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্র-ইউক্রেন বৈঠকের আয়োজক হওয়ার সুযোগকে স্বাগত জানিয়েছে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের অবসান ঘটাতে সৌদি আরব সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবে।
সৌদি আরব ইতোমধ্যেই রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি বৈঠকের মধ্যস্থতা করেছিল। এবার দেশটি একই ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে আলোচনা আয়োজন করছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, তিনি আগামীকাল সোমবার সৌদি আরব সফরে যাবেন এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করবেন। এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তাদের বৈঠকের আগে।
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে, “যুক্তরাষ্ট্র-ইউক্রেন বৈঠক জেদ্দায় অনুষ্ঠিত হবে। ইউক্রেন সংকটের স্থায়ী শান্তি অর্জনে সৌদি আরব তার প্রচেষ্টা অব্যাহত রাখবে।”
ট্রাম্প প্রশাসনের বিশেষ দূতের মন্তব্য
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, ইউক্রেনের সঙ্গে যুদ্ধের তিন বছরের ইতি টানতে একটি চুক্তির কাঠামো নিয়ে আলোচনা চলছে। আগামী সপ্তাহে সৌদি আরবে ইউক্রেনীয় প্রতিনিধিদের সঙ্গে এই আলোচনা হবে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে সৌদি আরব যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে একটি বৈঠকের আয়োজন করেছিল, যেখানে ইউরোপের দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সবচেয়ে প্রাণঘাতী সংঘাত থামানোর উপায় নিয়ে আলোচনা হয়। তবে সেই বৈঠকে ইউক্রেনকে অন্তর্ভুক্ত করা হয়নি, যা কিয়েভ এবং তার ইউরোপীয় মিত্রদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছিল। সোর্স: রয়টার্স