বিরোধের জেরে বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক :  শরীয়তপুরের জাজিরায় মসজিদের মাইকে আজান দেওয়া নিয়ে বিরোধের জেরে খবির সরদার (৪৫) নামের এক বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত খবির সরদার বড়কান্দি ইউনিয়নের ওমরদি মাদবর কান্দি এলাকার মৃত ইউনূস সরদারের ছেলে ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন।

 

মঙ্গলবার  রাত সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ওই এলাকার একটি মসজিদে ভোররাতে মাইকে আজান ও বয়ান দেওয়ায় ঘুমের ব্যাঘাত হচ্ছে—এমন অভিযোগ তুলে ইমামকে হুমকি দেন আলমাস সরদার নামের এক ব্যক্তি। বিষয়টি নিয়ে মসজিদ কমিটি প্রতিবাদ জানায় এবং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। এর পর থেকেই ক্ষিপ্ত হয়ে ওঠেন আলমাস সরদার।

 

মঙ্গলবার রাতে বাড়ির সামনে খবির সরদারকে লক্ষ্য করে ছুরিকাঘাত করেন আলমাস। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

মসজিদ কমিটির সভাপতি দানেশ সরদার বলেন, “আজান ও বয়ান বন্ধ করতে ইমামকে হুমকি দিয়েছিল আলমাস সরদার। আমরা প্রতিবাদ করলে সে আরও ক্ষিপ্ত হয়। সুযোগ বুঝে খবির সরদারকে হত্যা করেছে।

 

জাজিরা উপজেলা বিএনপির সভাপতি বজলুর রশিদ শিকদার অভিযোগ করে বলেন, “আজান দেওয়াকে কেন্দ্র করে ক্ষিপ্ত হয়ে আওয়ামী সন্ত্রাসী আলমাস গংরা খবির সরদারকে হত্যা করেছে।

 

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম জানান, খবির সরদারকে ছুরিকাঘাতে হত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি বলেন, “ঘটনাটি মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে ঘটতে পারে। অভিযুক্তকে ধরতে অভিযান চলছে।”

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» ডাকসুর ভিপি প্রার্থী জালাল কারাগারে

» নির্বাচনের রোডম্যাপ অনুমোদন, প্রকাশ শিগগিরই : ইসি মাছউদ

» আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেফতার

» ন্যায্য সমাধান করবো, আর আন্দোলনের প্রয়োজন নেই: ফাওজুল কবির

» শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় অভিযোগ

» ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত

» এবার রুমিনের পাশে রনি, বললেন ‘বিউটি উইথ ব্রেইন’

» দেশীয় ধারালো অস্ত্রসহ ছিনতাইকারি গ্রেপ্তার

» রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে অভিযোগে ২ হাজার ৩৪৪টি মামলা

» গণতান্ত্রিক শক্তিকে ক্ষমতায় আসতে বাধা দিচ্ছে সরকারের ভেতরের মহল : ফখরুল

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বিরোধের জেরে বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক :  শরীয়তপুরের জাজিরায় মসজিদের মাইকে আজান দেওয়া নিয়ে বিরোধের জেরে খবির সরদার (৪৫) নামের এক বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত খবির সরদার বড়কান্দি ইউনিয়নের ওমরদি মাদবর কান্দি এলাকার মৃত ইউনূস সরদারের ছেলে ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন।

 

মঙ্গলবার  রাত সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ওই এলাকার একটি মসজিদে ভোররাতে মাইকে আজান ও বয়ান দেওয়ায় ঘুমের ব্যাঘাত হচ্ছে—এমন অভিযোগ তুলে ইমামকে হুমকি দেন আলমাস সরদার নামের এক ব্যক্তি। বিষয়টি নিয়ে মসজিদ কমিটি প্রতিবাদ জানায় এবং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। এর পর থেকেই ক্ষিপ্ত হয়ে ওঠেন আলমাস সরদার।

 

মঙ্গলবার রাতে বাড়ির সামনে খবির সরদারকে লক্ষ্য করে ছুরিকাঘাত করেন আলমাস। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

মসজিদ কমিটির সভাপতি দানেশ সরদার বলেন, “আজান ও বয়ান বন্ধ করতে ইমামকে হুমকি দিয়েছিল আলমাস সরদার। আমরা প্রতিবাদ করলে সে আরও ক্ষিপ্ত হয়। সুযোগ বুঝে খবির সরদারকে হত্যা করেছে।

 

জাজিরা উপজেলা বিএনপির সভাপতি বজলুর রশিদ শিকদার অভিযোগ করে বলেন, “আজান দেওয়াকে কেন্দ্র করে ক্ষিপ্ত হয়ে আওয়ামী সন্ত্রাসী আলমাস গংরা খবির সরদারকে হত্যা করেছে।

 

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম জানান, খবির সরদারকে ছুরিকাঘাতে হত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি বলেন, “ঘটনাটি মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে ঘটতে পারে। অভিযুক্তকে ধরতে অভিযান চলছে।”

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com