রুখসানা রিমি:
প্রতিদিন আমি কত কিছু শিখি
শিখতে শিখতে শেখার ইচ্ছেটা
এলোমেলো হয়ে যায়।
প্রতিদিন আমি চলতে শিখি
প্রতিদিন আমি বলতে শিখি
প্রতিদিন আমি বুঝতে শিখি
শিখতে শিখতে আমি থমকে
থমকে যাই। নিশ্চুপ হয়ে যাই।
বাগিচার ফুলের কাছ থেকে শিখি
কিভাবে হৃদয়ের ঘ্রাণ ছড়াতে হয়।
কার্ণিশের পাখির কাছ থেকে শিখি
কিভাবে সুরের মাধুর্য বিলাতে হয়।
শ্রাবণের নদীর কাছ থেকে শিখি
কিভাবে স্রোতকে মোহিত করতে হয়।
আকাশের কবির কাছ থেকে শিখি
কিভাবে নীরবে অভিমান করা যায়।
বাতাসের নিঃশ্বাস থেকে শিখি
কিভাবে শত কষ্টেও বয়ে চলা যায়।
ভোরের শুভ্র অনুরাগ থেকে শিখি
কিভাবে প্রকৃতিকে ভালবাসা যায়।
প্রতিদিন এভাবেই শিখতে শিখতে
বেলা বয়ে যায়। মন ক্ষয়ে যায়…
তবু মনের পাখিকে আমার কিভাবে
ভালবাসাতে হয় তা শেখা হয় না।
অথচ প্রতিক্ষণ সে আমায় শেখায়
কিভাবে নিঃস্বার্থে ভালবাসতে হয়।
Facebook Comments Box