সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, প্রশাসনে যারা ভালো কাজ করছেন তাদের সুনাম এবং যারা মন্দ কাজ করছেন তাদের বদনাম সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে পোস্ট করুণ। সারা দেশে ছড়িয়ে দিন।
বুধবার (২৮ মে) দুপুরে দিনাজপুরের বিরল উপজেলার বকুলতলা মোড়ে এনসিপির পথসভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, অনেকে মামলা দিয়ে মানুষকে হয়রানি করছে, থানায় ও ভূমি অফিসে এখনও ঘুষ নিচ্ছে। দেশের জনগণকে আওয়াজ তুলতে হবে। তা না হলে জুলাই আন্দোলন যে চেতনা থেকে হয়েছে তা সফল হবে না।
সারজিস আলম বলেছেন, যে জুলুম করে তার উপরও জুলুম নেমে আসে, যার বড় প্রমাণ শেখ হাসিনা। যারা মাদক ব্যবসা করছে, চাঁদাবাজি করছে তারা কোনো না কোনো রাজনৈতিক দলের ছত্রছায়ায় এই কাজ করছে। কিন্তু তারা শেখ হাসিনার চেয়ে শক্তিশালী না। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। আর আপনাদের মতো দু’একজন পাতি মাস্তান-চাঁদাবাজকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে।
তিনি বলেন, আমরা একবারও বলছি না যে, আপনারা আমাদের এনসিপির নেতাদেরকেই ভোট দিন। শুধু নেতা ভালো হলে হবে না, ভোটারদেরও ভালো হতে হবে। সামান্য কিছু টাকা ও সুবিধার জন্য খারাপ মানুষের কাছে নিজেদেরকে বিক্রি করে দেবেন না। যদি তা করেন তাহলে সুন্দর বাংলাদেশ গঠন সম্ভব হবে না। তাই আগামী নির্বাচনে দল কিংবা মার্কা দেখে নয়, সৎ এবং যোগ্যদের বেছে নেওয়ার আহ্বান জানান তিনি।
এসময় তিনি বলেন, শেখ হাসিনা একদিনে নয়, ১৫ বছরে দেশের সিস্টেমগুলো নষ্ট করেছে। তেমনি দেশ গঠনে সিস্টেমগুলোকে ঠিক করতে সময় লাগবে।
পথসভায় এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম মুখ্য সংগঠক আবু সাঈদ লিয়ন ও সাদিয়া ফারজানা দিনা, কেন্দ্রীয় সদস্য ইমামুর রশিদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দিনাজপুর জেলার আহ্বায়ক একরামুল হক আবির, এনসিপির শ্রমিক ইউনিয়নের দিনাজপুরের আহ্বায়ক রেজাইল ইসলামসহ স্থানীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।