ফাইল ছবি
ডেস্ক রিপোর্ট :যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা উপজেলার নবীনগরে অ্যাম্বুলেন্সের সঙ্গে ইঞ্জিনচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
আজ সকাল সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতরা সবাই ইঞ্জিনচালিত ভ্যানের যাত্রী ছিলেন।
নিহতরা হলেন ঝিকরগাছার গদখালী গ্রামের জেহের আলীর স্ত্রী নাজমা বেগম (৫০), সৈয়দপাড়া গ্রামের জামাল সরদারের ছেলে বাবলু (৫৫) ও বামনালী গ্রামের হাসান ইকবালের শিশু কন্যা রত্না খাতুন (১২)।
নিহত শিশুটির বাবা হাসান ইকবাল (৩০) ও মা হালিমা খাতুন আহত হয়েছেন। তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঝিকরগাছা থানার ওসি বাবলু রহমান খান হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।