কুষ্টিয়ার ভেড়ামারা থেকে ৬ কেজি গাঁজাসহ ছোটন আলী (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (২২ মে) সকালে উপজেলার ভবানীপুর খাঁনপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় ছোটনের সাথে থাকা তার এক সহযোগী পালিয়ে যায়।
অভিযানে নেতৃত্ব দেন কুষ্টিয়া ডিবি পুলিশের এসআই মোঃ ওবায়েদুর রহমান এবং এএসআই মোঃ রাশিদুল ইসলাম। তাদের সঙ্গে ডিবির একটি ফোর্স অংশ নেয়।
গ্রেপ্তার ছোটনের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ভাগজাত তালতলা হাট গ্রামে। তিনি মৃত রুবেলের ছেলে। এ ঘটনায় ভেড়ামারা থানায় একটি মামলা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুঃ মোরাদুল ইসলাম বলেন, “আমাদের নিয়মিত অভিযান চলমান রয়েছে। মাদক নির্মূলে জেলা পুলিশ সবসময় তৎপর। পলাতক আসামিকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।” গ্রেপ্তার ছোটনকে ভেড়ামারা থানার মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Facebook Comments Box