ইতালির কোস্টগার্ড ভূমধ্যসাগরীয় দ্বীপ লাম্পেদুসা থেকে অবৈধভাবে ইউরোপ যাওয়ার সময় ৩০৫ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে। দেশটির কোস্টগার্ড এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স এর।
জানা গেছে, ইতালির উপকূল থেকে ২০ মাইল দূরে থাকা নৌকাটির কাছে যেতে সক্ষম হয় কোস্টগার্ডের দুটি ইউনিট। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ১৭ নারী ও ছয় শিশু রয়েছে।
ইতালির কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের উদ্ধার অভিযানটি ছিল জটিল। কারণ অভিবাসীদের নৌকাটি ছিল ছোট। এটি যাতে ডুবে না যায় সেজন্য সতর্কতার সঙ্গে উদ্ধার অভিযান চালাতে হয়েছে।
উল্লেখ্য, সাম্প্রতিক মাসগুলোতে ভূমধ্যসাগর থেকে বিপুল সংখ্যক অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। এরা সবাই অবৈধভাবে ইউরোপ যাওয়ার জন্য সাগর পথ বেছে নিচ্ছে, এতে বহু প্রাণহানির ঘটনাও ঘটেছে।,