ভুল থাকলেও এ সরকারকে ব্যর্থ হতে দেবো না: রাশেদ খান

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেছেন, একটা বিষয় স্পষ্ট করি, আমরা নির্বাচনের বিরুদ্ধে না, নির্বাচন বানচালও আমরা করতে দেবো না। আমরা চাই, ঐক্যমতের ভিত্তিতে সংস্কার ও বিচারের সঠিক গতিপথ তৈরির মাধ্যমে এ দেশে নির্বাচন হবে।

 

তিনি বলেন, এই সরকারের ভুল থাকতে পারে, কিন্তু সরকারকে আমরা ব্যর্থ হতে দিতে পারিনা।

 

বাংলাদেশ যুব অধিকার পরিষদ প্রতিষ্ঠার ৫ বছর পূর্তি এবং ৬ষ্ঠ বছরে পদার্পণ উপলক্ষে রোববার (৩১ আগস্ট) বিকাল ৪টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে ‘গণঅভ্যুত্থান পরবর্তী বিপ্লবীরা কতটা নিরাপদ’ শীর্ষক আলোচনা সভা এবং দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

 

সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার বিষয়ে রাশেদ খান বলেন, গতকাল আমাদের ওপর যে হামলা হয়েছে, এটার বিচার না হলে ভবিষ্যতে এমন আরও ঘটনা ঘটবে। সুতরাং আইনের শাসন প্রতিষ্ঠার জন্যই বিচার হওয়া দরকার। আমরা তো সেনাবাহিনীর পক্ষে সবসময় বক্তব্য দিয়েছি, বলেছি- এই প্রতিষ্ঠানকে বিতর্কিত করা যাবেনা। কিন্তু নুরুল হক নুরের ওপর হামলার পরে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। এটা পুনরুদ্ধারের জন্য হলেও দোষীদের বিচার করা দরকার। একই সঙ্গে পুলিশের মধ্যে যারা এই হামলায় জড়িত তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে ব্যবস্থা হবে।

 

তিনি বলেন, একটি রাজনৈতিক দলের প্রধান নেতার ওপর এমন হামলা, কার্যালয়ে ঢুকে নেতাকর্মীদের আহত করা ছোট কোনো ঘটনা নয়। এ ঘটনার সমাধান ও প্রতিকার না হলে ভবিষ্যতে এমন ঘটনা আরও ঘটতে পারে।

জাতীয় পার্টিসহ ফ্যাসিবাদের দোসরদের নিষিদ্ধের দাবি জানিয়ে রাশেদ খান বলেন, গণঅধিকার পরিষদ সবসময় আইনের শাসনে বিশ্বাস করে। আমরা আমাদের রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে জাতীয় পার্টিসহ ফ্যাসিবাদের দোসরদের নিষিদ্ধের দাবি করেছি। আমরা মনে করি ফ্যাসিবাদ ও তার দোসরদের এ দেশে রাজনীতি করার সুযোগ নেই। সুতরাং ইনক্লুসিভ নির্বাচনের নামে আওয়ামী লীগ ও তার দোসর জাতীয় পার্টির মাধ্যমে নির্বাচন করার সুযোগ নেই। যদি তারা ন্যূনতম সুযোগ পায় তাহলে আবারও ফ্যাসিবাদ ফিরিয়ে আনবে।

 

এ সময় যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি মনজুর মোরশেদ মামুন বলেন, যাদের জীবন, রক্ত, ত্যাগ, ঘাম, অর্থ দিয়ে আজকে পুরো দেশে যুব অধিকার পরিষদ ছড়িয়ে পড়েছে, তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা। দেশের ক্রান্তিলগ্নে যুব অধিকার পরিষদের নেতাকর্মীরা জীবন বাজি রেখেছে বলে স্বৈরাচার ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন হয়েছে।

 

দলের সভাপতিসহ নেতাকর্মীদের ওপর হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, যারা ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে বিচারে আওতায় আনতে হবে।

 

যুব উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ‘নুরের ওপর হামলার দায় সরকার এড়াতে পারে না’ বক্তব্যের এবং আইন উপদেষ্টা আসিফ নজরুলের নিন্দা প্রসঙ্গে প্রশ্ন তুলে মনজুর মোরশেদ মামুন বলেন, সরকার আসলে কে? ইদুর বিড়ালের গল্পের মত, বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে?

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» দাম্পত্য জীবনের টানাপোড়েনের গল্প ‘সহযাত্রী’

» জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম স্থগিত চায় এনসিপি

» আলোচনা ফলপ্রসূ হয়েছে, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন: মির্জা ফখরুল

» বিএনপিই একমাত্র দল যারা বাংলাদেশকে রক্ষা করতে পারে: মির্জা ফখরুল

» যমুনায় এনসিপির প্রতিনিধি দল

» আঘাত এলে জবাব দিতে হবে, সবাই প্রস্তুত থাকুন: জাপা মহাসচিব

» নির্বাচন বানচালে ষড়যন্ত্রের ডালপালা মেলতে শুরু করেছে: তারেক রহমান

» চাপে পড়ে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে: তাহের

» ভুল থাকলেও এ সরকারকে ব্যর্থ হতে দেবো না: রাশেদ খান

» নূরকে চিকিৎসার জন্য বিদেশে নিতে চান: স্ত্রী মারিয়া

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ভুল থাকলেও এ সরকারকে ব্যর্থ হতে দেবো না: রাশেদ খান

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেছেন, একটা বিষয় স্পষ্ট করি, আমরা নির্বাচনের বিরুদ্ধে না, নির্বাচন বানচালও আমরা করতে দেবো না। আমরা চাই, ঐক্যমতের ভিত্তিতে সংস্কার ও বিচারের সঠিক গতিপথ তৈরির মাধ্যমে এ দেশে নির্বাচন হবে।

 

তিনি বলেন, এই সরকারের ভুল থাকতে পারে, কিন্তু সরকারকে আমরা ব্যর্থ হতে দিতে পারিনা।

 

বাংলাদেশ যুব অধিকার পরিষদ প্রতিষ্ঠার ৫ বছর পূর্তি এবং ৬ষ্ঠ বছরে পদার্পণ উপলক্ষে রোববার (৩১ আগস্ট) বিকাল ৪টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে ‘গণঅভ্যুত্থান পরবর্তী বিপ্লবীরা কতটা নিরাপদ’ শীর্ষক আলোচনা সভা এবং দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

 

সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার বিষয়ে রাশেদ খান বলেন, গতকাল আমাদের ওপর যে হামলা হয়েছে, এটার বিচার না হলে ভবিষ্যতে এমন আরও ঘটনা ঘটবে। সুতরাং আইনের শাসন প্রতিষ্ঠার জন্যই বিচার হওয়া দরকার। আমরা তো সেনাবাহিনীর পক্ষে সবসময় বক্তব্য দিয়েছি, বলেছি- এই প্রতিষ্ঠানকে বিতর্কিত করা যাবেনা। কিন্তু নুরুল হক নুরের ওপর হামলার পরে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। এটা পুনরুদ্ধারের জন্য হলেও দোষীদের বিচার করা দরকার। একই সঙ্গে পুলিশের মধ্যে যারা এই হামলায় জড়িত তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে ব্যবস্থা হবে।

 

তিনি বলেন, একটি রাজনৈতিক দলের প্রধান নেতার ওপর এমন হামলা, কার্যালয়ে ঢুকে নেতাকর্মীদের আহত করা ছোট কোনো ঘটনা নয়। এ ঘটনার সমাধান ও প্রতিকার না হলে ভবিষ্যতে এমন ঘটনা আরও ঘটতে পারে।

জাতীয় পার্টিসহ ফ্যাসিবাদের দোসরদের নিষিদ্ধের দাবি জানিয়ে রাশেদ খান বলেন, গণঅধিকার পরিষদ সবসময় আইনের শাসনে বিশ্বাস করে। আমরা আমাদের রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে জাতীয় পার্টিসহ ফ্যাসিবাদের দোসরদের নিষিদ্ধের দাবি করেছি। আমরা মনে করি ফ্যাসিবাদ ও তার দোসরদের এ দেশে রাজনীতি করার সুযোগ নেই। সুতরাং ইনক্লুসিভ নির্বাচনের নামে আওয়ামী লীগ ও তার দোসর জাতীয় পার্টির মাধ্যমে নির্বাচন করার সুযোগ নেই। যদি তারা ন্যূনতম সুযোগ পায় তাহলে আবারও ফ্যাসিবাদ ফিরিয়ে আনবে।

 

এ সময় যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি মনজুর মোরশেদ মামুন বলেন, যাদের জীবন, রক্ত, ত্যাগ, ঘাম, অর্থ দিয়ে আজকে পুরো দেশে যুব অধিকার পরিষদ ছড়িয়ে পড়েছে, তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা। দেশের ক্রান্তিলগ্নে যুব অধিকার পরিষদের নেতাকর্মীরা জীবন বাজি রেখেছে বলে স্বৈরাচার ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন হয়েছে।

 

দলের সভাপতিসহ নেতাকর্মীদের ওপর হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, যারা ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে বিচারে আওতায় আনতে হবে।

 

যুব উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ‘নুরের ওপর হামলার দায় সরকার এড়াতে পারে না’ বক্তব্যের এবং আইন উপদেষ্টা আসিফ নজরুলের নিন্দা প্রসঙ্গে প্রশ্ন তুলে মনজুর মোরশেদ মামুন বলেন, সরকার আসলে কে? ইদুর বিড়ালের গল্পের মত, বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে?

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com