ছবি সংগৃহীত
মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে আজ (রোববার) ভুটানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। বাংলাদেশ সময় পৌনে ২টায় শুরু হয়েছে ম্যাচটি। ম্যাচের প্রথমার্ধে ভুটানের বিপক্ষে ৫-১ গোলে এগিয়ে গিয়েছে সাবিনা খাতুনের দল।
কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ফাইনালে ওঠার লড়াইয়ে একাদশে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। আগের ম্যাচে গোল করেছিলেন শামসুন্নাহার জুনিয়র। চোটের কারণে আজ দলে নেই তিনি। তার বদলে আজ খেলছেন সাগরিকা।
বাংলাদেশের হয়ে প্রথমার্ধে প্রথম গোলটি করেন ঋতুপর্ণা চাকমা। দুর্দান্ত এক শটে লক্ষ্যভেদ করেন তিনি। লিড নেয়ার পর টাইগ্রেসদের হয়ে জোড়া গোল করেছেন তহুরা খাতুন ও সাবিনা খাতুন। এ দুজনের জোড়া গোলে প্রথমার্ধেই ৫ গোলের দেখা পেয়েছে বাংলাদেশ।
বিস্তারিত আসছে…
সূএ: ঢাকা মেইল ডটকম